সাপাহারে বি,এম,এস,এফ'র আলোচনা সভা অনুষ্ঠিত
নওগাঁর সাপাহারে বি,এম,এস,এফ'র শাখা অফিস উদ্বোধন ও নির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠান সফল করার লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বি,এম,এস,এফ সাপাহার শাখা কমিটির উদ্যোগে রিপোর্টার্স ফোরাম কার্যালয়ে সাপাহার শাখার সভাপতি সাংবাদিক হাফিজুল হকের সভাপতিত্বে উক্ত সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় বিএমএসএফ সাপাহার শাখার সাধারণ সম্পাদক ও প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক সোহেল চৌধুরীর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন সিনিয়র সহ সভাপতি সাংবাদিক সাদেক উদ্দিন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক আব্দুর রহিম, সহ-সভাপতি নবীবর রহমান, সাংগঠনিক সম্পাদক এনামুল হক, কোষাধ্যাক্ষ মাহমুদুল হাসান, দপ্তর সম্পাদক কামরুল ইসলাম সহ অন্যান্য সদস্যবৃন্দ।
আলোচনা সভায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম নওগাঁ জেলা কমিটির সাথে আলোচনা সাপেক্ষে নতুন অফিস এর শুভ উদ্বোধন ও অভিষেক অনুষ্ঠানের তারিখ নির্ধারণ করার সিদ্ধান্ত হয়।
পরিশেষে বিএমএসএফ একটি শক্তিশালী সংগঠন ও ১৪ দফা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করার পক্ষে মত পোষণ করেন উপস্থিত সকলে।

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি