শাজাহানপুরে আদালতে বিচারাধিন জমিতে বসতবাড়ি নির্মাণের চেষ্টা
বগুড়ার শাজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে আদালতে বিচারাধিন জমিতে জোর করে বসতবাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে।
খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্মাণ কাজ বন্ধ রাখতে নির্দেশ দিয়েছে।
জানা গেছে, জগন্নাথপুর গ্রামের মৃত সেকেন্দার আলীর ছেলে বাদশা মিয়া দিং পৈত্রিক সূত্রে জগন্নাথপুর মৌজার ৫৩৪ দাগের ২৮ শতকের কাতে সাড়ে ২৩ শতক জমি দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন। কিন্তু একই গ্রামের মৃত কমর উদ্দিনের চার ছেলে রাজু, সাজু, রুবেল ও রাসেল ওই জমি তাদের বাবার ক্রয় সম্পত্তি দাবী করে জমিতে থাকা বাঁশঝাড় কেটে ফেলেন। এঘটনায় সেকেন্দার আলী বাদি হয়ে জেলা বগুড়া সদর ১ম যুগ্ম জেলা জজ আদালতে মামলা (নং-৫৭/২০০৪) দায়ের করেন। মামলা চলমান থাকা অবস্থায় ৭-৮ বছর আগে সেকেন্দার আলী মারা যান। সেকেন্দার আলী মারা যাওয়ার পর তার মেয়ে মর্জিনা বেগম ওই জমিতে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করেন। আবেদনের পরিপেক্ষিতে কমিশন এসে সরেজমিনে মাপযোগ করে প্রতিবেদন দাখিল করেন।
বাদশা মিয়া জানান, আদালতে মামলা বিচারাধিন থাকা অবস্থায় প্রতিপক্ষ জোর করে ওই জমিতে বিল্ডিং বাড়ি নির্মাণের চেষ্টা করছে। এঘটনায় থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে প্রতিপক্ষকে নির্মাণ কাজ বন্ধ করতে নির্দেশ দিলেও তারা পুলিশের নির্দেশ অমান্য করে পুনরায় নির্মাণ কাজ শুরু করার পায়তারা করছে।
বিবাদী রাসেল মিয়া জানান, ওই জমি তার বাবার ক্রয় করা সম্পত্তি। তাছাড়া যে জমিতে বাড়ি নির্মাণ করা হচ্ছে তার উপর কোন মামলা নেই।
অভিযোগ তদন্তকারী কর্মকর্তা এসআই মিজানুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আদালতে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কাজ বন্ধ রাখতে বলা হয়েছে এবং উভয় পক্ষকে আইন-শৃংখলা বজায় রাখতে বলা হয়েছে।

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি