পোরশায় মাঠ চষে বেড়াচ্ছেন প্রার্থীরা
নওগাঁর পোরশায় ইউপি নির্বাচনে প্রার্থীরা এখন নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন। পাড়া-মহোল্লা, হাট-বাজার, চায়ের দোকান আর বাড়ি বাড়ি প্রার্থীদের পদচারনায় মুখরিত। এরই মধ্যে প্রার্থীরা প্রতীক পেয়ে গেছেন। প্রতীক হাতে নিয়ে নির্বাচনী মাঠ গরম করছেন প্রার্থীরা। প্রার্থীরা বিভিন্ন উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে দো’য়া ও ভোট চাচ্ছেন।
আগামী ৫ই জানুয়ারী ৫ম ধাপে অনুষ্ঠিত হবে পোরশা উপজেলার ৬ইউনিয়ন পরিষদ নির্বাচন। এ নির্বাচনে চেয়ারম্যান পদে সর্বমোট ২৭জন, সাধারন সদস্য পদে ২১৫জন ও সংরক্ষিত সদস্য পদে ৮৩জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে নিতপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এনামুল হক (নৌকা), বিএনপি সমর্থিত সতন্ত্র প্রার্থী সাদেকুল ইসলাম(আনারস) ও সানাউল্লাহ (মোটরসাইকেল) এবং ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী আবু বকর সিদ্দিক (হাতপাখা)। এই ইউনিয়নে সাধারন সদস্য পদে ৩৮ ও সংরক্ষিত সদস্য পদে ১০জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তেঁতুলিয়া ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদে ফজলুল হক শাহ্ (নৌকা), আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শাহ্ মাহবুবুর রহমান চৌধুরী (মোটরসাইকেল) ও মতিউর রহমান শাহ্ (আনারস) এবং ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী ডেন্টিষ্ট আব্দুল মোত্তালেব (হাতপাখা)। এই ইউনিয়নে সাধারন সদস্য পদে ৩৯জন ও সংরক্ষিত সদস্য পদে ১৪জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ছাওড় ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোস্তাফিজুর রহমান (নৌকা), আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শফিকুল ইসলাম(আনারস) ও তুহিনারা (টেবিল ফ্যান), বিএনপি সমর্থিত প্রার্থী বুলবুল আলম (মোটরসাইকেল) ও শফিনুর ইসলাম (ঘোড়া) এবং ইসলামী আন্দোলন মনোনীত আবুল কাশেম (হাতপাখা)। এ ইউনিয়নে সাধারন সদস্য পদে ৪৩জন ও সংরক্ষিত সদস্য পদে ১৫জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। গাগুরিয়া ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আনিসুর রহমান (নৌকা), বিএনপি সমর্থিত ফেরদাউস আহম্মেদ (আনারস) এবং ইসলামী আন্দোলন মনোনীত মোজাম্মেল হক (হাতপাখা)। এই ইউনিয়নে সাধারন সদস্য পদে ২৯জন ও সংরক্ষিত সদস্য পদে ১৪জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ঘাটনগর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বজলুর রহমান (নৌকা), আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জালাল উদ্দিন সরকার (আনারস) ও আবুল কাশেম (ঘোড়া), বিএনপি সমর্থিত আবু হোসেন বাবু (মোটরসাইকেল) এবং ইসলামী আন্দোলন মনোনীত মোস্তাফিজুর রহমান শাহ্ (হাতপাখা)। এই ইউনিয়নে সাধারন সদস্য পদে ৩১জন ও সরক্ষিত সদস্য পদে ১৩জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মর্শিদপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হারুন অর রশিদ (নৌকা), আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শাহাজাহান আলী (চশমা) ও সাইদুর রহমান (ঘোড়া), বিএনপি সমর্থিত মেহেদী হাসান বকুল (মোটরসাইকেল) এবং ইসলামী আন্দোলন মনোনীত লুৎফর রহমান (হাতপাখা)। এই ইউপিতে সাধারন সদস্য পদে ৩৫জন ও সংরক্ষিত সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৭জন। এবারের নির্বাচনে নিতপুর ও গাঙ্গুরিয়া ইউনিয়ন রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করছেন উপজেলা নির্বাচন অফিসার তোজাম্মেল হক, ছাওড় ও তেঁতুলিয়া ইউনিয়ন রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ওয়াজেদ এবং ঘাটনগর ও মর্শিদপুর ইউনিয়ন রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করছেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাযহারুল ইসলাম।

পোরশা (নওগাঁ)