পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী পিতা-পুত্র নিহত
পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী পিতা ও পুত্র নিহত হয়েছে। নিহতরা হলেন পঞ্চগড় শহরের মিঠাপুকুর এলাকার অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য সমিরউদ্দিন (৬৫) ও ছেলে ওষুধ ব্যবসায়ী রেজাউল করিম (৪০)। গতকাল বৃহস্পতিবার সকালে পঞ্চগড়-ঢাকা মহাসড়কের বোর্ড বাজার এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে রেজাউল করিম তার পিতা সমিরউদ্দিনকে নিয়ে মোটরসাইকেল যোগে গ্রামের বাড়ি তেঁতুলিয়ার দিকে যাচ্ছিলেন। তাদের মোটরসাইকেলটি সদর উপজেলার বোর্ডবাজার এলাকায় পৌছলে বিপরীত দিকে থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ছেলে রেজাউল করিম মারা যায়। স্থানীয়রা গুরুত্বর আহত অবস্থায় বাবা সমিরউদ্দিনকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের চিকিৎসক উম্মে হূমায়রা তাকেও মৃত ঘোষণা করেন।
তেঁতুলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, দূর্ঘটনার পরই ট্রাকের চালক ও সাহায্যকারী পালিয়ে গেছে। ট্রাকটি জব্দ করেছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ করলে আইনী ব্যবস্থা নেয়া হবে।

পঞ্চগড় প্রতিনিধি