শাজাহানপুরে শিখন কেন্দ্রের উদ্বোধন
বগুড়ার শাজাহানপুর উপজেলায় ঝরেপড়া শিক্ষার্থীদের আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন কর্মসূচি (পিইডিপি—৪) এর আওতায় শিখন কেন্দ্রের শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১২ টায় উপজেলার মাঝিড়া ইউনিয়ন সুজাবাদ গ্রামে প্রথম কেন্দ্রে হিসেবে এ শিখন কেন্দ্রের উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে শিখন কেন্দ্রের উদ্বোধন করেন।
শিখন কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক এএইচএম রবিউল
করিম,গ্রাম বিকাশ সংস্থা সিনিয়র প্রোগ্রামার অফিসার খোরশেদ আলম, মাঝিড়া ইউনিয়ন পরিষদের সদস্য আবু জাফর, মহিলা সদস্য শহিনুর বেগম,আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন কর্মসূচির উপজেলা প্রোগ্রামার ম্যানেজার আনিসুর রহমান, প্রোগ্রামা সুপারভাইজার আসাদুজ্জামান মাসুম, মিজানুর রহমান টিটু, মোছাদ্দিক বিল্লাহ,আসেক আল মামুন, আবু হানিফ প্রমূখ।
আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন কর্মসূচির উপজেলা প্রোগ্রামার ম্যানেজার আনিসুর রহমান বলেন, উপজেলায় ৭০টি শিখন
কেন্দ্রের মাধ্যমে ২ হাজার ১’শ জন বিদ্যালয় বর্হিভ’ত (ঝরে পড়া এবং ভর্তি না হওয়া ) ৮—১৪ বছরের শিশুদেরকে প্রাথমিক শিক্ষার মূল ধারা নিয়ে আসার জন্য দ্বিতীয় বার সুযোগ দিতে উপানুষ্ঠানিক শিক্ষা উদ্বোধন শেষে সুজাবাদ গ্রামে শিখন কেন্দ্রের ৩০ জন ঝরে পড়া বা বিদ্যালয় বর্হিভুত শিশু শিক্ষার্থীদের বই ও শিক্ষা উপকরণ দেওয়া হয় ।

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি