নবাবগঞ্জে স্কুলের অবৈধ কমিটি গঠন প্রক্রিয়ার বিরুদ্ধে আদালতে মামলা
দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার ৬নং ভাদুরিয়া ইউনিয়নের শিমর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন প্রক্রিয়ার বিরুদ্ধে দিনাজপুর জেলার বিজ্ঞ নবাবগঞ্জ সহকারী জজ আদালতে মামলা দায়ের করেছেন অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি নূরে আলম সিদ্দিকী সহ আরো ১০ জন ঐ স্কুলের ছাত্র/ছাত্রী অভিভাবক।
বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সরেজমিনে গিয়ে জানা যায়, এজাহারে বর্ণিত বাদীগণ গত ০৯/১২/২০২১ইং জানতে পারেন যে নবাবগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কার্যালয়ে মামলার ২নং বিবাদী অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম ৩ নং বিবাদী আজিজুল হক চৌধুরী অতি গোপনে ছাত্র ছাত্রী অভিভাবক সদস্যদের খসড়া ও চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ও ম্যানেজিং কমিটি গঠনের তফসিল ঘোষণা না করে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনের প্রক্রিয়া শুরু করেন। বাদীগণ কমিটি গঠনের সংবাদ জানতে পারলে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কার্যালয়ে উপস্থিত হয়ে বাধা প্রদান করলে তারা জোর পূর্বক আইনের বিধান না মানিয়া সিলেকশনের মাধ্যমে কমিটি গঠন করে থাকেন। বাদী গণ ছাত্র ছাত্রী অভিভাবক সদস্যদের খসড়া ও চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে তফসিলের মাধ্যমে আইনের বিধি মোতাবেক অভিভাবক সদস্য নির্বাচনের মধ্য দিয়ে স্কুলের কমিটি গঠনের লক্ষ্যে
১২/১২/২০২১ইং তারিখে নবাবগঞ্জ বিজ্ঞ সহকারী জজ আদালতে মামলা দায়ের করেন এবং ১৩/১২/২০২১ইং তারিখে বিজ্ঞ আদালত ২/৩ নং বিবাদীর দ্বারা গঠিত কমিটি ৫/৬/৭ নং বিবাদীগণের মাধ্যমে অনুমোদন করিয়া বিদ্যালয়ের কোন সভা ও কার্যক্রম পরিচালনা করতে না পারে এবং কমিটি গঠন প্রক্রিয়া কেন অবৈধ হবে না জানতে বিজ্ঞ নবাবগঞ্জ সহকারী জজ আদালতে আবেদন করলে আদালত ১৫ (পনের) দিনের মধ্যে ১/২/৩ বিবাদী গণকে কারণ দর্শানোর নোটিশ জারি করেন।

দিনাজপুর প্রতিনিধিঃ