পোরশায় বিদ্রোহী প্রার্থী হওয়ায় আ.লীগ থেকে ৫জনকে বহিষ্কার
নওগাঁর পোরশায় আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হয়ে নির্বাচন করার অপরাধে ইউনিয়ন ও উপজেলা আওয়ামী লীগ থেকে ৫জন কে বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কার হওয়া নেতারা হলেন উপজেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি শাহ্ মাহবুবুর রহমান চৌধুরী। তিনি তেঁতুলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হয়ে নির্বাচন করছেন। ঘাটনগর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য জালাল উদ্দীন। তিনি ঘাটনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হয়ে নির্বাচন করছেন। উপজেলা আওয়ামী লীগের সদস্য সফিকুল ইসলাম। তিনি ছাওড় ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হয়ে নির্বাচন করছেন। মর্শিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক সাইদুর রহমান ও একই ইউনিয়ন আওয়ামী লীগের কোষাধক্য শাহাজাহান আলী। দুজনই মর্শিদপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হয়ে নির্বাচন করছেন। সকলের নিজ নিজ কমিটির সভাপতি ও সাধারন সম্পাদক বহিষ্কারাদেশে স্বাক্ষর করেছেন।
উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোফাজ্জল হোসেন মোল্লাহ বহিষ্কার করার সত্যতা নিশ্চিত করে জানান, চুড়ান্ত বহিষ্কার এবং জেলা কমিটির অনুমোদনের জন্য জেলা আওয়ামী লীগ ও যুবলীগের কার্য নির্বাহী কমিটি বরাবর প্রেরন করা হয়েছে।

পোরশা (নওগাঁ) প্রতিনিধি :