পঞ্চগড় পৌরসভার কাছে ভারতের অত্যাধুনিক এ্যাম্বুলেন্স হস্তান্তর
বাংলাদেশ-ভারত অকৃত্রিম বন্ধুত্বের নিদর্শন স্বরূপ পঞ্চগড় পৌরসভার অসহায় রোগিদের সহায়তা দিতে একটি অত্যাধুনিক এ্যাম্বুলেন্স দিয়েছে ভারত সরকার।
বৃহস্পতিবার বিকেলে পৌর মেয়র জাকিয়া খাতুনের হাতে এ্যাম্বুলেন্সের চাবী হস্তান্তর করেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনার, রাজশাহী সঞ্জীব কুমার ভাটী।
এর আগে এ্যাম্বুলেন্স হস্তান্তর উপলক্ষে পৌর হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন সহকারী হাই কমিশনার সঞ্জীব কুমার ভাটী। পৌর মেয়র জাকিয়া খাতুনের সভাপতিত্বে সভায় অন্যান্যের মাঝে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা এটিএম সারোয়ার হোসেন, জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি রেজিয়া ইসলাম, পঞ্চগড় চেম্বারের সহ সভাপতি মেহেদী হাসান খাঁন বাবলা, পৌর কাউন্সিলর লুৎফর রহমান প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে সঞ্জীব কুমার ভাটী বলেন, বাংলাদেশ ভারতের অকৃত্তিম বন্ধু। স্বাধীনতা যুদ্ধে ভারত বাংলাদেশকে প্রচুর সহায়তা করেছে। তিনি বলেন কোভিডকালীন সময়ে স্বাস্থ্যসেবায় সহায়তা দিতে ভারত সরকার বাংলাদেশকে অনেকগুলো এ্যাম্বুলেন্স দিয়ে সহায়তা করেছে। এরই অংশ হিসেবে পঞ্চগড় পৌরসভাকে একটি এ্যাম্বুলেন্স দেয়া হল। আশা করি এই এ্যাম্বুলেন্স দরিদ্র ও অসহায় মানুষদের কাজে আসবে।
তিনি আরও বলেন, ভারত বাংলাদেশের অকৃত্রিম বন্ধুত্বের নির্দশন স্বরুপ দুই দেশ এক যোগে কাজ করছে। ১৯৭১ সালের ৬ ডিসেম্বর ভারত বাংলাদেশ স্বীকৃত দেয়। ১৯৭১ সালে দুই দেশ একযোগে যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করেছে। বাংলাদেশ গরীব দেশ নয়। জনসংখ্যা বেশি। এই জনসংখ্যা হচ্ছে সম্পদ। ভারতের জনসংখ্যা অনেক। এই জনসংখ্যা ও সম্পদকে কাজে লাগাতে দুই দেশ এক যোগে কাজ করছে।

পঞ্চগড় প্রতিনিধি