বগুড়ায় শীতার্ত মানুষের মাঝে সদর ওসি’র শীতবস্ত্র বিতরণ
বগুড়ায় বৃহস্পতিবার বিকেলে শহরের সেউজগাড়ি এলাকায় দেড় শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন সদর থানার অফিসার ইনচার্জ মো: সেলিম রেজা। শুধু শীতবস্ত্র বিতরণই নয় অসহায় মানুষগুলোর সাথে পরম মমতায় সদর ওসি কাটিয়েছেন এক প্রশান্তির বিকেল এবং সাধারণ মানুষের সাথে আলোচনা করেছেন বর্তমান জনবান্ধব পুলিশিং সেবা নিয়ে ।
৮ নং ওয়ার্ডের তরুণ সমাজসেবক সামিউল হকের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সদর ওসি সেলিম রেজা বলেন, করোনায় সাধারণ মানুষের জীবনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নানা নেতিবাচক প্রভাব পরেছে যে ক্ষতি এখনো সাধারণ খেঁটে খাওয়া মানুষগুলো পুষিয়ে নিতে পারেনি। এমতাবস্থায় এই শীতে অসহায় মানুষের পাশে দাঁড়ানো সকলের মানবিক দায়িত্ব। এছাড়াও বগুড়া সদর থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠু রাখতে তিনি সকলকে তথ্য দিয়ে সহযোগিতার কথা বলেন এবং জরুরী প্রয়োজনে জাতীয় হটলাইন নম্বর ৯৯৯ এর সহযোগিতা নেওয়ার আহ্বান জানান। শীতার্ত মানুষদের জন্যে মানবিক এমন উদ্যোগের জন্যে তিনি আয়োজক সামিউল হকসহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান এবং ভবিষ্যতের জন্যেও অনুপ্রেরণা প্রদান করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া সদর থানার সেকেন্ড অফিসার মঞ্জুরুল হক ভূঁইয়া, দৈনিক করতোয়ার চীফ রিপোর্টার মাসুুদুর রহমান রানা, বিজয় টেলিভিশনের বগুড়া জেলা প্রতিনিধি তানজিজুল ইসলাম স্বরণ, দৈনিক চাঁদনী বাজারের স্টাফ রিপোর্টার সঞ্জু রায়, ভোরের চেতনার বগুড়া জেলা প্রতিনিধি রাকিবুল হাসান শান্ত এবং স্টেডিয়াম পুলিশ ফাঁড়ির এসআই খোরশেদ আলম। এছাড়াও অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন সেচ্ছাসেবকলীগ নেতা প্রসেনজিৎ রায়, রুবেল হোসেন, জেলা যুবলীগ নেতা পিয়াল শেখ, হোসেন খান প্রমুখ।

ষ্টাফ রিপোর্টার