সৈয়দপুরে আওয়ামী লীগের চার বিদ্রোহী প্রার্থীকে বহিস্কার
নীলফামারীর সৈয়দপুরে পাঁচটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ায় চার আওয়ামী লীগ নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
বুধবার উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোখছেদুল মোমিন এবং সাধারণ সম্পাদক মহসিনুল হক মহসিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সাময়িক বহিষ্কৃত নেতারা হলেন, সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, কাশিরাম বেলপুকুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বজলুর রশিদ চৌধুরী বুলবুল, বোতলাগাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান জুন এবং খাতামধুপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ মাসুদ রানা বাবু (পাইলট)। দেশে
চতুর্থ দফায় আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠিতব্য সৈয়দপুর উপজেলায় ৫টি ইউনিয়নের নির্বাচনে ওই চারজনসহ মোট ২৯ জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি