বগুড়া পৌর উচ্চ বিদ্যালয়ের ৮৮ ব্যাচের ছাত্রদের মিলন মেলা
আমাদের জীবনের পরিবারের পরে যে মানুষটি সবচেয়ে বেশি আপন থেকে থাকে তা হল বন্ধু। একজন বন্ধু প্রত্যেককের জীবনের প্রকৃত সাথী। ভালো মন্দ ,আবেগ অনুভূতি , ভালো লাগা , খারাপ লাগা সকল কিছুই আমরা যে মানুষটির সাথে বলে শান্তি পাই তা হল বন্ধু। বেচেঁ থাকার জন্য যেমন অক্সিজেনের প্রয়োজন হয় ঠিক তেমনি প্রয়োজন হয় কিছু ভালো বন্ধুর। বন্ধুত্ব হলো বিশ্বাস, ভালোবাসা, শ্রদ্ধা এবং সহযোগিতা ও একটি পবিত্র সম্পর্ক।
কবির ভাষায় বলতে হয়-
“আমাদের এই বন্ধুত্ব,
যেন সমুদ্রের মাঝে গভীর ঘনত্ব।
আজ হৃদয় মাঝে বন্ধু শুধু
তোমার-ই রাজত্ব।
হে ঈশ্বর, যেন অমর রহে
আমাদের এই বন্ধুত্ব।”
সর্বোৎকৃষ্ট আয়না হলো একজন পুরনো বন্ধু। বন্ধুত্ব হলো স্বাধীন পায়রা। তারে যতটা ভালোবাসা যায় ততটায় ভালোবাসা হয়ে থাকে। এমনই বন্ধুত্বকে স্মরণীয় করে রাখতে বগুড়া পৌর উচ্চ বিদ্যালয়ের ১৯৮৮ ব্যাচের প্রাক্তন ছাত্রদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে বগুড়ার গাবতলী উপজেলার সুখানপুকুরে এ মিলনমেলায় প্রাক্তন শিক্ষার্থীরা নিজেরাই রান্না করে খাবার পরিবেশন করে। শিক্ষার্থীরা এসময় বিদ্যালয়ের নানা স্মৃতি মনে করে আলোচনা সভার আয়োজন করে।
সবশেষ কবে কার সঙ্গে দেখা হয়েছে, অনেকেই তা মনে করতে পারে না। দুরন্তপনার সেই কৈশোর ডিঙিয়ে যখনই জীবিকার ভার পড়েছে, তখনই সবাই ছুটেছেন যে যার মতো। সময় পাল্টানোর সঙ্গে সঙ্গে পাল্টে গেছে মানুষগুলো। কিন্তু স্মৃতিচারণায় কৈশোরের যে কথাগুলো উঠে এল, সেগুলো বড্ড চেনা। চোখে ভেসে ওঠে কৈশোরের চেনা মুখটিও।
কেউ রাজনীতিবিদ, কেউ সরকারি কর্মকর্তা, কেউ সাংবাদিক, কেউ শিক্ষক, কেউ চাকুরীজীবি, কেউ ব্যবসায়ী, কেউবা পেশাজীবি। এরা সবাই পঞ্চাশোর্ধ্ব। বয়সের মাঝপ্রান্তে এসেও সবার বন্ধুত্ব এখনও টিকে আছে এমনই বন্ধুদের মিলনমেলা অনুষ্ঠিত হয় হোমিও চিকিৎসক এহতেসাম নামে এক বন্ধুর বাড়িতে। এরা সবাই এসএসসি ৮৮ ব্যাচের শিক্ষার্থী। অর্ধশত বছর বয়সী বন্ধুদের দেখে মনটা জুড়িয়ে গেছে। দীর্ঘদিন যোগাযোগ না থাকা বন্ধুরা একে অপরকে পেয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। খোঁজ নেন পরিবার-পরিজনের। তাদের এই বন্ধুত্ব অটুট থাকুক আমৃত্যু পর্যন্ত । কিছুক্ষণের জন্য হলেও মনে হচ্ছিল তারা যেন সেই ১৭-১৮ বছরের তরুণ। তাদের গল্পে আবার ফিরে এসেছিল সেই পুরণো স্মৃতিগুলো।
বন্ধুত্বের জয় হোক এমন কথায় সূর মেলালেন শুভাশিষ পোদ্দার লিটন, কোয়েল, সুরজিত, বাশার, তাপন, বাবু, রানা, খোরশেদ, শহিদ, মিনহাজ, সুমির, কামাল, খলিল, আবু বক্কর সিদ্দিক বাবু, বাবুল রানা বাবু, আজাহারসহ আরো অনেকে।

প্রেস বিজ্ঞপ্তি