বগুড়ায় নারীদের অনুপ্রেরণা দিতে শুরু হলো উদ্যোক্তা মেলা
চাকরি নয়, ভিন্ন কিছু করতে হবে। এমন চিন্তা থেকেই উদ্যোক্তা হওয়ার স্বপ্ন বাঁধে হৃদয়ে। স্বপ্ন বাস্তবে পূরণ করার জন্যই ব্যবসা প্রতিষ্ঠান স্থাপন করার চেষ্টা করেন অনেকেই। একজন উদ্যোক্তাই পারে দেশের অর্থনীতির চাকাকে ঘুরিয়ে দিতে। অদম্য ইচ্ছা আর চেষ্টায় এগিয়ে যায় বহুদূর। এ দুটোকে কাজে লাগিয়ে অনেকে উঠে যান শীর্ষে। উদ্যোক্তা মানে যোদ্ধা। সাহসী না হলে উদ্যোক্তা হওয়া যায় না। বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উদ্যোক্তা হওয়ার আহ্বান জানিয়েছেন। একজন উদ্যোক্তাকে সহজ শর্তে ঋণ দেয়ার ক্ষেত্রে তাগিদ দিয়েছেন। সফল উদ্যোক্তা হতে হলে বড় বাধা নিরসন করেছেন বর্তমান সরকার। সরকারের এ মহৎ উদ্দেশ্যকে বাস্তবায়ন করতে হলে আমাদেরকে উদ্যোক্তা হতে হবে।
এরই অংশ হিসেবে গতকাল শুক্রবার শহীদ টিটু মিলনায়তনে বগুড়া উদ্যোক্তা গ্রুপের আয়োজনে দুইদিন ব্যাপি এক উদ্যোক্তা মেলা শুরু হয়। নারীদের কর্মস্পৃহা বেগবান করার লক্ষ্যে সহযোগিতা প্রদান করেছে সবুজ স্বপ্ন ফাউন্ডেশন।
সবুজ স্বপ্ন ফাউন্ডেশন ও ওয়ার্ল্ডভিউ বিল্ডার্স লিমিটেডের চেয়ারম্যান লাখিন আহম্মেদের সভাপতিত্বে মেলার উদ্বোধন করেন বগুড়া পৌরসভার প্যানেল মেয়র ও ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আলহাজ শেখ। তানিয়া আক্তার ও আনিশা মেহজাবিন রিয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জলেশ্বরীতলা ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক এ্যাডোনিস বাবু তালুকদার, লায়ন আতিকুর রহমান মিঠু, আব্দুর রহমান, মাহবুব আলম মামুন প্রমুখ।
উক্ত মেলায় ২৫টি স্টল স্থান পায়।

প্রেস বিজ্ঞপ্তি