বগুড়ার ২০ নম্বর ওয়ার্ড কৃষক লীগের সম্মেলন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
আজ শনিবার বগুড়া পৌরসভার ২০ নম্বর ওয়ার্ড কৃষক লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে পৌর কৃষক লীগের উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা করা হয়েছে।
শুক্রবার বিকেলে শহরের ধাওয়াপাড়া বগুড়া কলেজ মাঠে এ সভার আয়োজন করা হয়।
বগুড়া পৌর কৃষক লীগের আহ্বায়ক মাসুদ রানা সরকারের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা কৃষক লীগের সভাপতি মো. আলমগীর বাদশা।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা কৃষক লীগের সহ-সভাপতি আবু বক্কর সিদ্দিক রাজা, অধ্যাপক শ্যামল পাইকার, যুগ্ম সাধারণ সম্পাদক শাহিন কাদির জোয়ারদার, সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান তুষার, কৃষি বিষয়ক সম্পাদক ও দায়িত্ব প্রাপ্ত নেতা হেলাল উদ্দিন, সদস্য বজলার রহমান বকুল।
এসময় উপস্থিত ছিলেন জেলার সদস্য প্রভাষক সঞ্জয় সরকার, এ্যাডভোকেট শহিদুল, পৌর কৃষক লীগের যুগ্ম আহবায়ক হযরত আলী, রাসেল, ২০ নম্বর ওয়ার্ড কৃষক লীগের সভাপতি নবির উদ্দিন শাহ, সদস্য আব্দুল গফুরসহ প্রমুখ।

প্রেস বিজ্ঞপ্তি