পঞ্চগড়ে বীর মুক্তিযোদ্ধাগণের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ
পঞ্চগড় সদর উপজেলার ৩১৫ জন বীর মুক্তিযোদ্ধার মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল ও মাস্ক বিতরণ করা হয়েছে।
শনিবার সকালে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে শীতবস্ত্র বিতরণ উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম।
এ সময় নবাগত পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী অফিসার মাসুদুর রহমান, মুক্তিযোদ্ধা সংসদ জেলা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সাইখুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মো. আলাউদ্দীন প্রধান, বীর মুক্তিযোদ্ধা ও জেলা আওয়ামীলীগের সহ সভাপতি এটিএম সারোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, মুক্তিযোদ্ধা সংসদ সদর উপজেলার সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন, বীর মুক্তিযোদ্ধা এম এ আউয়ালসহ সদর উপজেলার বীর মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন।

পঞ্চগড় প্রতিনিধি