শিবগঞ্জে সুদের টাকা না পেয়ে রিক্সা চালককে পিটিয়ে আহত করেছে দাদন ব্যবসায়ীরা
বগুড়ার শিবগঞ্জ পৌর এলাকার শব্দলদিঘীতে সুদের ১ হাজার টাকা না পেয়ে এক অসহায় রিক্সা চালককে পিটিয়ে গুরুতর আহত করেছে দাদন ব্যবসায়ীরা। এঘটনায় আহত রিক্সা চালকের মা বাদী হয়ে শিবগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
জানা যায়, উপজেলায় দীর্ঘদিন থেকে ১২টি ইউনিয়নে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে দাপটের সহিত দাদন (সুদের) ব্যবসা চালিয়ে যাচ্ছে এক শ্রেণী প্রভাবশালী বৃত্তবান ব্যক্তিরা। চলতি বছরে করোনা কালীন সময়ে মানুষের দৈনন্দিন কাজ কর্ম আশংকাজনক ভাবে কমে গেলে তারা কর্মহীন পড়ে। দু’মুঠো দুবেলা খেয়ে পড়ে বাঁচার আশায় নিত্য প্রয়োজনীয় চাহিদা পূরণের জন্য তারা শরণাপন্ন হচ্ছেন সমাজের এক শ্রেণীর বৃত্তবান অর্থপিপাসু দাদন ব্যবসায়ীদের কাছে। তারা অসহায় মানুষের কাছ থেকে উচ্চ হারে সুদের বিনিময়ে নন-জুডিশিয়াল স্টাম্পে সই নিয়ে ১০ হাজার থেকে কয়েক লক্ষ টাকা পর্যন্ত সুদের উপর টাকা প্রদান করে থাকে। এর একপর্যায়ে শিবগঞ্জ পৌর এলাকার শিবগঞ্জ পৌর এলাকার শব্দলদিঘী পলীপাড়া মহল্লার আহমদ আলী সাকিদারের ছেলে মোঃ তারাজুল ইসলাম (৩৫) বলেন, অভাবের কারণে একই এলাকার হাফিজার রহমানের ছেলে মোঃ মামুন ইসলাম এর নিকট থেকে ২ মাস পূর্বে ৯ হাজার টাকা সুদের উপর ধার নেই। সুদে আসলে তাকে ১১ হাজার টাকা প্রদান করি। এরপরেও সে মাসিক ১৫% হারে চক্রবৃদ্ধি ভাবে মোট ১২ হাজার টাকা দাবী করে। অভাবের কারণে ১ হাজার টাকা দিতে না পারায় ২১ ডিসেম্বর মঙ্গলবার সকাল ৮টায় আমি বাড়ী থেকে রিক্সা চালানোর উদ্দেশ্যে বগুড়া যাওয়ার পথে পূর্বপরিকল্পিত ভাবে দাদন ব্যবসায়ী মামুন ইসলাম ও তার স্ত্রী শিরিনা বেগম সহ তার সঙ্গী সিদ্দিক মিয়া, আফজাল হোসেন আমার পথরোধ করে সুদের মাত্র ১ হাজার টাকার জন্য বেধরক মারপিট করে। এঘটনায় আহত তারাজুল ইসলামের মা তহিরুন বেগম বলেন, আমার ছেলেকে তারা অমানুষিক ভাবে বর্বরোচিত হামলা চালিয়ে গুরুতর আহত করে। এলাকাবাসী তাকে উদ্ধার করে শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে শহীদ জিয়াউর রহমান কলেজ হাসপাতালে প্রেরণ করেন। তিনি আরো বলেন, আমার ছেলে গুরুতর আহত অবস্থায় মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষি ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে উর্দ্ধতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।
এ ব্যাপারে শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম বলেন, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি