বিরামপুরে ট্রাক্টর চাপায় ব্যবসায়ী নিহত
দিনাজপুরের বিরামপুর যমুনা নদীর ব্রীজে বালুবাহী মেসি গাড়ীর চাকায় পিষ্ট হয়ে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। থানার ওসি সুমন কুমার মহন্ত ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাত দিয়ে বিরামপুর থানার ওসি সুমন কুমার মহন্ত জানান, উপজেলার আয়ড়া মোড় বাজারে ধান ও সার ব্যবসায়ী আলমগীর হোসেন (৫৫) মোটর সাইকেল চালিয়ে বিরামপুর থেকে আয়ড়া মোড় যাচ্ছিলেন। যমুনা নদীর ব্রিজের উপর একটি ভ্যানের সাথে ধাক্কা খেয়ে বালুবাহী মেসি গাড়ীর চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন। নিহত আলমগীর হোসেন আয়ড়া গ্রামের ফইমুদ্দিনের ছেলে।
ওসি সুমন কুমার মহন্ত জানান, পুলিশ লাশ উদ্ধার ও মেসি গাড়ীটি আটক করেছে। এব্যাপারে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: