শাজাহানপুরে বিজয় মাসে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন
বগুড়ার শাজাহানপুরে আড়িয়া যুব কল্যাণ পরিষদ আয়োজনে বিজয় মাস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপিং করা হয়েছে।
শনিবার বামুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ক্যাম্পটি প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য প্রভাষক সোহরাব হোসেন ছান্নু।
ফ্রি মেডিকেল ক্যাম্পে বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকরা সকাল ১১ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত বিনামূল্যে রোগীদের চিকিৎসাসেবা ও পরামর্শ দেন।এ ছাড়া ফ্রি ব্লাড গ্রুপিং,ডায়াবেটিস পরীক্ষা করা হয়।
ফ্রি মেডিকেল ক্যাম্পে উদ্বোধনী অনুষ্ঠানে যুব কল্যাণ পরিষদের আহ্বায়ক শওকত হোসেন বেলাল সার্বিক ব্যবস্থাপনায় আড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুর রহমান,নব-নির্বাচিত সদস্য আব্দুল বাসেদ রঞ্জু,সাইদুর ইসলাম,তাজুল ইসলাম বেলাল,মহিলা সদস্য এলিজা বেগম,সমাজ সেবক শহিদুল ইসলাম,আড়িয়া যুব কল্যাণ পরিষদের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শহিদুল্লাহ,নাজিম উদ্দিন,রুকুনুজ্জামান,মিনহাজ উদ্দিন,হারুন আর রশীদ,আল আমিন,আহসান হাবিব, নুরুন্নবী, আব্দুল ওহাব সহ স্থানীয় আরও অনেকে উপস্থিত ছিলেন।
রেইনবো কমিউনিটি হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার সহযোগিতায় যে সব বিশেষজ্ঞ চিকিৎসকরা ফ্রি রোগী দেখেন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে স্ত্রী ও প্রসূতি সার্জন ডাঃ রেফায়েত যোবায়েরা মিথিলা, শিশু বিশেষজ্ঞ ডাঃ রাবেয়া খাতুন,মেডিসিন ও বক্ষব্যাধি বিশেষজ্ঞ ডাঃ প্রদীপ ল্যামিসানি।
উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত ৫ শতাধিক জন সাধারণ মানুষ ও রোগীরা ফ্রি এ মেডিকেল ক্যাম্পে ব্লাড গ্রুপিং ও চিকিৎসাসেবা নেয়।

শাজাহানপুর বগুড়া প্রতিনিধি :