বগুড়ায় নকল স্বর্ণের বারসহ গ্রেফতার ৩
বগুড়া সদরে নকল স্বর্ণের বার নিয়ে প্রতারণার অভিযোগে তিন ব্যক্তি গ্রেফতার হয়েছে। শহরের রেল স্টেশন এলাকা থেকে শনিবার বিকেল ৪টার দিকে তাদের গ্রেফতার করে র্যাব-১২ বগুড়া ক্যাম্পের সদস্যরা।
গ্রেফতার তিন জন হলেন সদর উপজেলার সুত্রাপুর এলাকার মো. ফজলুর রহমান (৪২), সেউজগাড়ী এলাকার মো. জিল্লুর রহমান (৩৫) এবং শাজাহানপুর উপজেলার গণ্ডগ্রাম এলাকার মো. জয়নাল মণ্ডল (৪০)।
সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন র্যাবের বগুড়া ক্যাম্পের কমান্ডার (স্কোয়াড্রন লিডার) সোহরাব হোসেন।
বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, রেল স্টেশন এলাকায় তিন ব্যক্তি নকল স্বর্ণের বার দেখিয়ে জনসাধারণকে প্রতারণা করছে এমন একটি গোপন সংবাদ আসে র্যাবের কাছে।
এ তথ্যের ভিত্তিতে র্যাবের একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানে স্টেশনের পূর্বপাশ এলাকা থেকে ওই তিনজনকে হাতেনাতে গ্রেফতার করে র্যাব। এ সময় তাদের কাছে থেকে একটি নকল স্বর্ণের বার উদ্ধার করা হয়।
র্যাব কমান্ডার সোহরাব হোসেন জানান, গ্রেফতারদের বিরুদ্ধে মামলা দিয়ে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

অনলাইন ডেস্ক