শিবগঞ্জের নব-নির্বাচিত চেয়ারম্যান ও ইউপি সদস্যদের শপথ গ্রহণ
বগুড়ার শিবগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়নে ২য় ধাপে গত ১১ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বেসরকারি ভাবে নির্বাচিত চেয়ারম্যান ও ইউপি সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে চেয়ারম্যানদের ও শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারণ সদস্যদের শপথ বাক্য পাঠ করানো হয়। চেয়ারম্যানদের জেলা প্রশাসক জিয়াউল হক শপথ বাক্য পাঠ করান।
শিবগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়নের ১৩২ জন সদস্যদের শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম সম্পা শহীদ হাফিজার রহমান মিলনায়তনে বিকাল ৪টায় শপথ বাক্য পাঠ করান। শিবগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে শপথ বাক্য পাঠ উপলক্ষে এক আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম সম্পার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজু, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা আক্তার। উপজেলা নির্বাচন অফিসার আনিসুর রহমানের সঞ্চালনে উক্ত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কিচক ইউপি চেয়ারম্যান শাহজাহান চৌধুরী, শিবগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম শহিদ। এসময় উপস্থিত ছিলেন বিহার ইউনিয়ন চেয়ারম্যান মহিদুল ইসলাম, রায়নগর ইউনিয়ন চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি, পিরব ইউপি চেয়ারম্যান আসিফ মাহমুদ মিল্টন, মাঝিহট্ট ইউপি চেয়ারম্যান এসকেন্দার আলী, সৈয়দপুর ইউপি চেয়ারম্যান আব্দুল মোত্তালেব প্রমুখ।

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ