বগুড়ায় খাল থেকে অজ্ঞাত বৃদ্ধার লাশ উদ্ধার
বগুড়ার শেরপুরে খাল থেকে অজ্ঞাত এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার দুপুরে উপজেলার বিশালপুর ইউনিয়নের বেওড়া পাড়া গ্রামের খাল থেকে লাশ উদ্ধার করা হয়।
জানা গেছে, স্থানীয় লোকজন বেওড়াপাড়া গ্রামে রানীর হাট বাজারের পাশে খালের মধ্যে ঐ বৃদ্ধার লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে।
শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম জানান, ওই বৃদ্ধার বয়স আনুমানিক ৬৫ বৎসর। তার পড়নে প্রিন্টের শাড়ি ছিল। শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য লাশটি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ষ্টাফ রিপোর্টার