বিরামপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ শুরু
দিনাজপুরের বিরামপুরে ২ দিনব্যাপী ৪৩ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ পালন শুরু হয়েছে।
মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় উপজেলা চত্বরে মোবাইল ফোনের আসক্তি, পড়াশোনার ক্ষতি, এমন বিষয় থেকে বেরিয়ে এসে দেশের উন্নয়নে বিজ্ঞান প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিতকরণ ও সচেতনতা বৃদ্ধির আলোকে সংসদ সদস্য শিবলী সাদিক এমপি এই মেলার উদ্বোধন এবং বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
পরে উপজেলা অডিটোরিয়ামে নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকারের সভাপতিত্বে আলোচনা সভা এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও সাইকেল প্রদান করেন ।
এ সময় উপজেলা চেয়ারম্যান খাইরুল আলম রাজু , বিরামপুর সার্কেল ওহিদুন নবি,ওসি সুমন কুমার মহন্ত,সাংবাদিক বৃন্দ সহ অনেকে উপস্থিত ছিলেন।

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি