সুবিধা বঞ্চিত মানুষের পাশে আকবরিয়া লিমিটেড
একটু চেষ্টা, একটু আন্তরিকতা, একটু সহযোগিতা, একটু সহমর্মিতা প্রত্যেক মানুষকে সাবলীল করে গড়ে তোলে। একটু ভালোবাসা পেলে ছিন্নমুল মানুষরাও সমাজের সুবিধা পেতে পারে। ছিন্নমুল মানুষের পাশে দাঁড়ানো একটি মহৎ কাজ। আর এই কাজটি শত বছর ধরে করে যাচ্ছে বগুড়ার সুনামধারী প্রতিষ্ঠান আকবরিয়া লিমিটেড। তারা সমাজের বিত্তবানদের পাশে যেমন দাঁড়িয়েছে ঠিক তেমনি সুবিধা বঞ্চিত মানুষের পাশেও সমানভাবে দাঁড়িয়ে বগুড়া তথা দেশের সেবা করে যাচ্ছে। এই সেবা আরো যুগযুগ অব্যাহত থাকবে। মানুষের মুলধনই হচ্ছে তার সততা ও পাশে থাকা। এমন গুণে গুনাম্বিত ব্যক্তি আকবরিয়া লিমিটেড এর চেয়ারম্যান হাসান আলী আলাল। ফুল যেমন সুমিষ্ট গন্ধ ছড়ায় সেই গন্ধে প্রত্যেক মানুষের মন ভালো হয়ে যায়। তেমনি আকবরিয়া লিমিটেডের সঙ্গে যুক্ত হলে মন ভালো হয়ে যায়। আকবরিয়া লিমিটেড এর শত বছরের ঐতিহ্য অসহায় মানুষের পাশে দাঁড়ানো। প্রতি রাতে ছিন্নমুল মানুষদের বিনামূল্যে একবেলা পেট পুরে খাবারের ব্যবস্থা করা। যা দেশে ও বিদেশে সুনাম অর্জন করেছে।
সেই সুনাম, ভালোলাগা ও ভালোবাসার টানে ছুটে আসে ইউটিউবার মাহাথির মাহমুদ ফাহিম খান। গতকাল মঙ্গলবার বগুড়া ট্রেড সেন্টারে আকবরিয়া কর্পোরেট অফিসে আসার পর পরিচালনা পর্ষদ, কর্মকর্তা ও কর্মচারিগণ সকলে মিলে তাকে ফুলেল শুভেচ্ছা জানান। সকলের ভালোবাসায় সিক্ত হয়ে তিনি বলেন, এমন মানবিক প্রতিষ্ঠানে আসতে পেরে নিজেকে ধন্য মনে হচ্ছে। এমন প্রতিষ্ঠান দেশে আর কোথাও নেই। এই প্রতিষ্ঠানটি মানবিক প্রতিষ্ঠান হিসেবে সর্বোচ্চ উৎকৃষ্ট উদাহরণ সৃষ্টি করেছে।
প্রত্যেক মানুষের শতবছরের ভালো লাগার অনুভুতিকে লালন করে বারবার ছুটি আসি এ সামাজিকভাবে দায়বদ্ধ প্রতিষ্ঠানে। বাংলাদেশি ফুড রিভিউয়ার হিসেবে পরিচিতি পেলেও আকবরিয়া প্রতিষ্ঠানের খাবারের মানের তুলনা হয় না। একবার খেলে বারবাার খেতে ইচ্ছে করে। তাদের সাথে একটু সময় কাটাতে পেরে অনেক ভালো কাজের অংশীদারিত্ব হলো আমারো।
এসময় উপস্থিত ছিলেন, আকবরিয়া লিমিটেড চেয়ারম্যান হাসান আলী আলাল, সিটিও এন্ড বিজনেস এনালিস্ট মোহাম্মদ আন্দালিবুর রহমান, সিএমও মোহাম্মদ ইকবাল নুর শুভ, হেড অব সেলস রমজান হোসেন, ডিজিএম আমিরুল ইসলাম আঁখি, জিল্লুর রহমান, আলমগীর হোসেন, এজিএম শামীম তালুকদার, ম্যানেজার এইচ আর আনোয়ারুল হক, ডেপুটি ম্যানেজার ইউনুছ আলী বাবুলসহ প্রমুখ।

প্রেস বিজ্ঞপ্তি