শিবগঞ্জে রায়নগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সদস্যদের দায়িত্ব ভার গ্রহণ উপলক্ষে দোয়া মাহফিল
বগুড়ার শিবগঞ্জ উপজেলার ১২নং রায়নগর ইউনিয়ন পরিষদ এর আয়োজনে নব-নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের দায়িত্ব ভার গ্রহণ উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ইউনিয়ন পরিষদ চত্বরে পুনরায় নির্বাচিত চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ শরিফুল ইসলাম জিন্নাহ।
এসময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা জাতীয় পার্টি সভাপতি মোস্তাফিজার রহমান বাদশা, সাধারণ সম্পাদক এরফান আলী, জাতীয় পার্টি নেতা মোশারফ হোসেন। অনুষ্ঠানের পূর্বে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় কার্যনির্বাহী কমিটির নির্বাচিত সদস্যদের রেজুলেশনের মাধ্যমে দায়িত্বব ভার গ্রহণ করেন।
এসময় উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা সদস্য মোছাঃ উৎলিমা রুহিয়া, কমেলা বেগম, শিউলি খাতুন, সাধারণ সদস্য আবু রায়হান (পুনরায় নির্বাচিত), আজিজার রহমান, মোস্তফা কামাল তোতা (পুনরায় নির্বাচিত), ইসরাফিল হোসেন, জহুরুল ইসলম, ফারুক হোসেন, আলমগীর হোসেন লালু (পুনরায় নির্বাচিত), বেলাল মন্ডল (বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত), অনুষ্ঠানটি পরিচালনা করেন মাষ্টার আমিনুল ইসলাম, দোয়া পরিচালনা করেন রায়নগর ডি.এস আলিম মাদ্রাসা সহকারি শিক্ষক মাও: রফিকুল ইসলাম।

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি