বগুড়ায় ৪ দিনব্যাপী বঙ্গবন্ধু বই মেলার উদ্বোধন
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় কমিটির আয়োজনে বগুড়া ৪ দিনব্যাপী বই মেলার উদ্বোধন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা ১১ টায় শহীদ খোকন পার্ক চত্বরে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সার্বিক ব্যবস্থাপনায় এই বই মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক জিয়াউল হক। পরে এক আলোচনা সভা অতিরিক্ত জেলা প্রশাসক মাসুম বেগ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক জিয়াউল হক, পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু সহ আরো অনেকে। বই মেলা চলবে আগামী ২ জানুয়ারী পর্যন্ত। সকাল ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত স্টলগুলো খোলা থাকবে। মেলায় ২৫ টি বইয়ের স্টল রয়েছে।

ষ্টাফ রিপোর্টার