সৈয়দপুরে ২২ প্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ পেয়েছে ৬৯৫ জন পরীক্ষার্থী
বৃহস্পতিবার প্রকাশিত এবারের (২০২১ সাল) মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় নীলফামারীর সৈয়দপুর উপজেলার ২৮টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ২২টি প্রতিষ্ঠান থেকে ৬৯৫ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে যৌথভাবে শীর্ষে রয়েছে সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ এবং লায়ন্স স্কুল এন্ড কলেজ।
এ দুইটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২১১ জন করে জিপিএ -৫ পেয়ে যৌথভাবে শীর্ষে রয়েছে। আর ত১১৫ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ। তৃতীয় অবস্থানে থাকা আল ফারুক একাডেমির ৪৮ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। চতুর্থ অবস্থানে রয়েছে সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ। এ প্রতিষ্ঠান থেকে ২৭ জন পরীক্ষার্থী জিপিএ- ৫ পেয়েছে। পঞ্চম অবস্থানে থাকা ক্যান্টনমেন্ট বোর্ড উচ্চ বিদ্যালয় থেকে ১৮ জন এবং ষষ্ঠ অবস্থানে থাকা সৈয়দপুর আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজের ১৪ জন পরীক্ষার্থী জিপিএ- ৫ পেয়েছে। এছাড়া লক্ষণপুর স্কুল ও কলেজ থেকে ৯ জন, সৈয়দপুর তুলশীরাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ জন, খালিশা বেলপুকুর স্কুল এন্ড কলেজের ৫ জন, হাজারীহাট স্কুল ও কলেজের ৪ জন, সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের ৪ জন, বোতলাগাড়ী উচ্চ বিদ্যালয়ের ৩ জন, সৈয়দপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের ৩ জন, রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়ের ৩ জন, কয়াগোলাহাট স্কুল ও কলেজের ৩ জন, সৈয়দপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের ২ জন, চওড়া উচ্চ বিদ্যালয়ের ২জন, কামার পুকুর উচ্চ বিদ্যালয়ের ২জন,
সাতপাই উচ্চ বিদ্যালয় ও কলেজ, শেরে বাংলা উচ্চ বিদ্যালয় এবং বাঙ্গালীপুর উচ্চ বিদ্যালয়ের এক জন করে পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
এবারে এসএসসি পরীক্ষায় সৈয়দপুরে ২৮টি বিদ্যালয় থেকে তিন হাজার ৫৮৪ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে পাশ করেছে তিন হাজার ৪৫৫ জন। পাশের হার ৯৬.৪০ ভাগ।

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি