নন্দীগ্রামে প্রেসক্লাব সভাপতির পিতার ইন্তেকাল
বগুড়ার নন্দীগ্রামে উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. বকুল হোসেন ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুকুল হোসেনের পিতা নাসির উদ্দিন বার্ধক্যজনিত কারণে শুক্রবার বিকেল সাড়ে ৪ টায় পৌর সদরের বাসস্ট্যান্ড এলাকার নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। স্ত্রী, দুই পুত্র ও নাতি-নাতনিসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনাসহ গভীর শোক প্রকাশ করে পৃথক বিবৃতি দিয়েছেন বগুড়া-৪ আসনের সংসদ সদস্য আলহাজ¦ মোশারফ হোসেন, সাবেক সাংসদ রেজাউল করিম তানসেন, উপজেলা নির্বাহী অফিসার শিফা নুসরাত, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম রফিক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রানা, পৌর আওয়ামী লীগের সভাপতি ও মেয়র আনিছুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, শ্রাবণী আকতার বানু, নন্দীগ্রাম উপজেলা প্রেসক্লাবের সহ সভাপতি জুলফিকার আলী ভূট্রো, সাধারণ সম্পাদক ফিরোজ কামাল ফারুক, যুগ্ম সম্পাদক আকতার হোসেন দুলাল, দপ্তর সম্পাদক নজরুল ইসলাম দয়া, উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মো: ফজলুর রহমান, অর্থ সম্পাদক আব্দুল হাকিম, তথ্য সম্পাদক এনামুল হক আপেল, নুর মোহাম্মদ বাদশা, মো. নাজির হোসেন, গোলাম মোস্তাফা, সাংবাদিক আব্দুল বারীক, জাকারিয়া লিটন, আব্দুর রউফ উজ্জল, সাখাওয়াত হোসেন হানিফ, মিজানুর রহমান মুকুল, রাসেল মাহমুদ, রাজু আহমেদ লিটন, উপজেলা জাতীয় পার্টির আহবায়ক মেহেদী হাসান মাফু, সিনিয়র যুগ্ম আহবায়ক জহুরুল হক মাস্টার প্রমুখ। বিবৃতিদাতারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ