প্রকাশিত : ১ জানুয়ারী, ২০২২ ২২:৪৮

বগুড়া মুস্তাফাবিয়া মাদ্রাসায় নার্সারী ও প্রথম শ্রেণি চালু

প্রেস বিজ্ঞপ্তি
বগুড়া মুস্তাফাবিয়া মাদ্রাসায় নার্সারী ও প্রথম শ্রেণি চালু

বগুড়া সরকারি মুস্তাফাবিয়া আলিয়া মাদ্রাসায় নার্সারী ও প্রথম শ্রেণির কার্যক্রম চালু হয়েছে।

শনিবার বেলা ১১টার দিকে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোখলেছুর রহমান। 

শিক্ষক পরিষদের সম্পাদক জি এম শামসুল আলমের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক আব্দুল জলিল, ড. আবু জাফর মোঃ ইউসুফ, আবু রায়হান, আব্দুর রহিম, মিজানুর রহমান, প্রভাষক মিলন খান সহ মাধ্যমিক ও ইবতেদায়ী বিভাগের শিক্ষকবৃন্দ, অভিভাবক ও শিক্ষার্থীরা। 

প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোখলেছুর রহমান জানান, ১৯২৫ সালে স্থাপিত উত্তরবঙ্গের একমাত্র সরকারি মাদ্রাসায় এ বছর থেকেই নার্সারী ও প্রথম শ্রেণির কার্যক্রম শুরু করা হল। সাক্ষাৎকারের মাধ্যমে এবার নতুন দুই শ্রেণিতে ৪০জন করে মোট ৮০জন শিক্ষার্থীকে ভর্তি করানো হয়েছে। আগামী বছর থেকে আসন বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

অনুষ্ঠান শেষে সকল শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দেয়া হয়।  

উপরে