প্রকাশিত : ২ জানুয়ারী, ২০২২ ১৬:১১

শাজাহানপুরে সমাজসেবা দিবসে সুদমুক্ত ঋণ বিতরণ

শাজাহানপুর বগুড়া প্রতিনিধি
শাজাহানপুরে সমাজসেবা দিবসে সুদমুক্ত ঋণ বিতরণ
মুজিব বর্ষের সফলতা ঘরেই পাবেন সকল ভাতা’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় বগুড়ার শাজাহানপুরে জাতীয় সমাজ সেবা দিবস পালন করা হয়েছে।
 
দিবসটি উপলক্ষে রবিবার বেলা ১১টায় উপজেলা  সম্মেলন কক্ষে আলোচনা সভা ও ২৪ জন ব্যক্তিকে সুদমুক্ত ক্ষুদ্র ঋণ বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু। 
 
উপজেলা সহকারী কমিশনার ভূমি আশিক খান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ভিপি এম সুলতান আহম্মেদ,মহিলা ভাইস চেয়ারম্যান হেফাজত আরা মিরা।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা শরিফ উদ্দীন সঞ্চালনায় উপস্থিত উপজেলা শিক্ষা কর্মকর্তা কামরুল হাসান,উপজেলা  মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তৌফিক আজিজ,উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ছানোয়ার হোসেন,উপজেলা প্রকৌশলী ইসমাইল হোসেন,থানার এস আই আরিফ হোসেন  সহ  বিভিন্ন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
 
সভা শেষে উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আওতায় ২৪ জন সুবর্ণ নাগরিক ব্যক্তিকে সর্বমোট ৫ লাখ টাকা সুদমুক্ত ক্ষুদঋণ বিতরণ করা হয়
 
 

 
 
উপরে