প্রকাশিত : ৩ জানুয়ারী, ২০২২ ১৪:৩১

পঞ্চগড় সদর উপজেলা পরিষদ চত্বরকে পাখির অভয়ারণ্য হিসেবে ঘোষণা

পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড় সদর উপজেলা পরিষদ চত্বরকে পাখির অভয়ারণ্য হিসেবে ঘোষণা

নানা প্রজাতির দেশীয় পাখির কলকাকলিতে মূখরিত পঞ্চগড় সদর উপজেলা পরিষদ চত্বরকে পাখির অভয়ারণ্য হিসেবে ঘোষণা করা হয়েছে। রোববার সূর্যাস্তের পূর্বে বেলুন উড়িয়ে চত্বরটিকে পাখির অভয়ারণ্য হিসেবে ঘোষণা করা হয়।

এসময় উড়ন্ত বেলুনের সাথে উড়ে বেড়ায় হাজারো পাখি। এর আগে উপজেলা চত্বরকে পাখির অভয়ারণ্য হিসেবে ঘোষণার জন্য উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম।

সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান নিলুফার ইয়াসমিন, ভাইস চেয়ারম্যান কাজী আল তারিক, উপজেলা কৃষি কর্মকর্তা কামাল হোসেন সরকার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আওলাদ হোসেন ও উপজেলা শিক্ষা কর্মকর্তা মোসলেম উদ্দিন। এসময় উপজেলা পর্যায়ের কর্মকর্তা, ১০ ইউনিয়নের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন। 

সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম বলেন, বহু বছর ধরে উপজেলা পরিষদ চত্বরের বিভিন্ন প্রজাতির গাছে হাজার হাজার পাখি আবাসস্থল হিসেবে গড়ে তুলেছে। সারাদিন আহার শেষে ফেরার পর সূর্যাস্তের পূর্বে এসব পাখির কলকাকলিতে মূখরিত হয় পরিষদ চত্বর। আমরা পরিষদ চত্বরকে পাখিদের নিরাপদ আবাসস্থল হিসেবে গড়ে তুলতে চাই। পাখিরা যেন এখানে নিরাপদে বংশবৃদ্ধি করতে পারে সেজন্য গাছের ডালে ডালে মাটির হাড়ি বেধে দেয়া হবে। কেউ যেন এসব পাখিদের শিকার বা তাদের উৎপাত করতে না পারে সেজন্য বিশেষ দৃষ্টি দেয়া হবে। 

 

উপরে