মোকামলার উন্নয়নের স্বার্থে নৌকা মার্কায় ভোট দিন: মানিক
বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রচারণার শেষ দিনে মোকামতলা উচ্চ বিদ্যালয় মাঠে এক কর্মী সভায় জেলা আওয়ামীলীগের সদস্য শিবগঞ্জ পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক প্রধান অতিথির বক্তব্যে বলেন, মোকামতলার উন্নয়নের স্বার্থে নৌকা মার্কায় ভোট দিন। জননেত্রী শেখ হাসিনা’র মনোনিত প্রার্থী আহসান হাবিব সবুজ আপনাদের এলাকার চেয়ারম্যান না হয়েও অনেক উন্নয়ন মূলক কাজ করেছে। সেই ধারাবাহিকতায় আপনাদের পাশে দাড়াতে নৌকা মার্কার প্রার্থী হয়েছে।বাংলাদেশ আওয়ামীলীগ নৌকা মার্কার প্রার্থী হিসাবে সবুজকে মনোনয়ন দিয়েছেন। সবুজ কে মনোনয়ন দেওয়ার আগে আপনাদের ইউনিয়নের আর এক নেতাকে দলীয় মনোনয়ন দিয়ে ছিলেন। তিনি সেই মনোনয়ন গ্রহণ না করে সবুজকে যোগ্য মনে করে মনোনয়ন প্রত্যাহার করে তাকে সমর্থন দিয়েছে। সবুজ এলাকার উন্নয়নের জন্য আপনাদের পাশে থাকবে ইনশাল্লাহ। সবুজকে ভোট দেওয়া মানে বঙ্গবন্ধুর নৌকা, তথা শেখ হাসিনার নৌকা মার্কায় ভোট দেওয়া। নৌকা মার্কা বিজয়ী হলে মোকামতলা ইউনিয়নের উন্নয়নের দায়িত্ব শেখ হাসিনার। তাই দল মত নির্বিশেষে সকল দ্বিধা দ্বন্দ্ব ভূলে আগামী ৫ জানুয়ারী নৌকা মার্কায় ভোট দিয়ে বিপুল ভোটে জয় যুক্ত করার আহ্বান জানান।
সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর বারীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান মোস্তা, উপজেলা ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজু, যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুল আলম মাস্টার, পৌর আওয়ামীলীগ সভাপতি আমিনুল হক দুদু, সাধারণ সম্পাদক সামছুল ইসলাম মোল্লা, জেলা পরিষদ সদস্য মারুফ রহমান মুঞ্জু, কৃষক লীগের সভাপতি লুৎফর রহমান, কিচক ইউপি চেয়ারম্যান এবিএম শাহজাহান চৌধুরী, আটমূল ইউপি চেয়ারম্যান বেলাল হোসেন, বুড়িগঞ্জ ইউপি চেয়ারম্যান রেজাউল করিম চঞ্চল, দেউলী ইউনিয়ন চেয়ারম্যান জাহেদুল ইসলাম টাকো, পিরব ইউপি চেয়ারম্যান আসিফ মাহমুদ মিল্টন, শিবগঞ্জ ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম শহীদ প্রমুখ।

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ