প্রকাশিত : ৪ জানুয়ারী, ২০২২ ১৭:৪৫

বগুড়ায় বেড়েছে শীতের তীব্রতা, তাপমাত্রা রেকর্ড হয়েছে ১১.২ ডিগ্রী সেলসিয়াস

ষ্টাফ রিপোর্টার
বগুড়ায় বেড়েছে শীতের তীব্রতা, তাপমাত্রা রেকর্ড হয়েছে ১১.২ ডিগ্রী সেলসিয়াস

বগুড়ায় শীতের তীব্রতা বেড়েছে। ফলে নিম্ন আয়ের মানুষেরা গরম কাপড় কিনতে ভীড় করছেন ফুটপাতের ভাসমান দোকানগুলো।

আজ সকাল ৬টায় জেলায়  সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। যা এই মৌসুমের মধ্যে এখন পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা। এর আগে গত ২০ ডিসেম্বর বগুড়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।

আজ মঙ্গলবার বগুড়া আবহাওয়া অফিসের টেলিসেন্টার অপারেটর আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ভোর থেকেই জেলাজুড়ে ঘন কুয়াশা রয়েছে। মৃদু শৈত্য প্রবাহ চলছে বগুড়াতেও। সূর্যের দেখা মিলতে সময় লাগতে পারে। উল্লেখ্য: মঙ্গলবার সকাল ৬টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দেশের সর্বোত্তরের উপজেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

উপরে