প্রকাশিত : ৪ জানুয়ারী, ২০২২ ২২:৫৩

নন্দীগ্রামে যুবলীগ নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

নন্দীগ্রাম(বগুড়া)প্রতিনিধি
নন্দীগ্রামে যুবলীগ নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

বগুড়ার নন্দীগ্রাম উপজেলার থালতা মাঝগ্রাম ইউনিয়ন যুবলীগের সভাপতি বৈদ্যনাথ ও সহসভাপতি জাহাঙ্গীর আলম জিল্লুরের ওপর হামলার প্রতিবাদে মঙ্গলবার বিকেল ৪ টায় ত্রিমোহনী বাজারে ইউনিয়ন যুবলীগের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

থালতা-মাঝগ্রাম ইউনিয়ন যুবলীগের সহসভাপতি জিএম পাভেলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা যুবলীগের সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন।

তিনি বলেন, যুবলীগ নেতাকর্মীদের উপর হামলা মেনে নেওয়া হবে না। ভবিষ্যতে হামলার চেষ্টা করা হলে প্রতিহত করার হুশিয়ারি দেন তিনি। উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম বেনজিরের সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, উপজেলা যুবলীগের সভাপতি ও ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক (প্রস্তাবিত) সাজেদুর রহমান সিজু, মাইসুল তোফায়েল কোয়েল, সাংগঠনিক সম্পাদক রুবেল হোসেন, আওয়ামী লীগ নেতা হাফিজুর রহমান নান্টু। আরো বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সহসভাপতি আব্দুস সালাম, এমআর জামান রাসেল, যুগ্ম সম্পাদক জিল্লুর রহমান রয়েল, সাংগঠনিক আকতার হোসেন সুমন, যুবলীগ নেতা শাহীনুর রহমান, মহির উদ্দিন, সিরাজুল ইসলাম শুকুর, লিটন কুমার চৌহান, দিলীপ কুমার মহন্ত, ফারুক আহমেদ, উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি জয়দেব কুমার প্রমুখ। উল্লেখ্য, ২৮ ডিসেম্বর ইউনিয়ন যুবলীগের সহসভাপতি জাহাঙ্গীর আলম জিল্লুরকে ত্রিমোহনী বাজারে মারপিট করার অভিযোগ এনে নবনির্বাচিত ও বর্তমান চেয়ারম্যান আব্দুল মতিনসহ তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়। 

 

উপরে