শাজাহানপুরে জয়যুগান্তর পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
বগুড়ার শাজাহানপুর উপজেলায় দৈনিক জয়যুগান্তর পত্রিকার ৩য় বর্ষে পদার্পন উপলক্ষে আনন্দঘন পরিবেশে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা পরিষদের সভাকক্ষে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।
জয়যুগান্তরে প্রতিষ্ঠা বার্ষিকীতে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু,উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আহমেদ, থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন,উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল খালেক মাস্টার,যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুর রহমান আরজু,সাবেক অধ্যাপক আওরংগজেব,উপজেলা কৃষি কর্মকর্তা নূরে আলম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শরিফ উদ্দিন,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শাহজাহান রেজা,উপজেলা শিক্ষা কর্মকর্তা তৌফিক আজিজ,পিআইও আব্দুল জব্বার, আমিনুল ইসলাম,উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক সাজেদুর রহমান সবুজ,শাজাহানপুর প্রেস ক্লাবে সাধারণ সম্পাদক জিয়াউর রহমান,মাঝিড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নেছার আলী,আড়িয়া রহিমাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোনায়েম,মাঝিড়া ইউপি সদস্য আবু জাফর, যুবলীগের নেতা মনিরুল ইসলাম,সাংবাদিক সাইদুজ্জামান তারা, নাজির, বাবু, দুলাল, রতন সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন দৈনিক জয়যুগান্তর পত্রিকার উপজেলা প্রতিনিধি মিজানুর রহমান

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: