প্রকাশিত : ৫ জানুয়ারী, ২০২২ ১৬:৪২

রাণীনগরের মেঘনা অধ্যয়ন কেন্দ্রে বই বিতরণ

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি :
রাণীনগরের মেঘনা অধ্যয়ন কেন্দ্রে বই বিতরণ
নওগাঁর রাণীনগরের গুয়াতা বাঁকা পাড়া গ্রামে নিজ উদ্যোগে গড়ে তোলা “মেঘনা অধ্যয়ন কেন্দ্রে” বিনা মূল্যে বই বিতরণ করা হয়েছে। বুধবার সকাল থেকে নিজ প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের 
মাঝে বই বিতরণ করা হয়।
 
এসময় স্কুলের শিক্ষিকা সাহেরা খাতুন, প্রতিষ্ঠাতা রবিউলের মা মেঘনা বিবি,এবং বাবা আলম সরদার উপস্থিত থেকে বই বিতরণ করেন।
 
উল্লেখ্য,উপজেলার প্রত্যন্ত অঞ্চল গুয়াতা বাঁকা পাড়া গ্রামের কৃষক পরিবারের সন্তান তরুন রবিউল ইসলাম নিজ উদ্যোগে নিজ বাড়ীতে “মেঘনা অধ্যয়ন কেন্দ্র ”নামে একটি বিদ্যালয় গড়ে তুলেছেন। মাসিক বেতনে একজন শিক্ষক রেখে প্রতিদিন সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত লেখা-পড়া শিখানো হচ্ছে এই বিদ্যালয়ে। সম্পন্ন বিনা খরচে এবং বিনা মূল্যে বই দিয়ে হাতে-কলমে শিক্ষাদান শেষে নিকটস্থ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করে দেয়া হয় শিক্ষার্থীদের। এতে করে ওই গ্রামের ৩ থেকে ৫ বছর বয়সি শিশুরা পড়া শোনার সুযোগ পেয়ে ঝরে পড়া থেকে উপকৃত হচ্ছে। গত ২০১৮ ইং সাল থেকে এই বিদ্যালয় এলাকায় শিক্ষার আলো বিস্তার করে আসছে।
 
রবিউল জানান,এবার তার বিদ্যালয়ে ১২জন শিক্ষার্থী রয়েছে। এছাড়া এবছর তার বিদ্যালয় থেকে ৪জন শিক্ষার্থীকে সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করে দেয়া হয়েছে।
উপরে