সৈয়দপুরে রোটারী ক্লাবের উদ্যোগে ৫ শ’ কম্বল বিতরণ
রোটারী ক্লাব অব সৈয়দপুরের উদ্যোগে অসহায়, দুস্থ ও গরীব মানুষের মাঝে ৫ শ’ কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার (৮ জানুয়ারী) সকালে শহরের পৌরসভা সড়কে রোটারী চক্ষু হাসপাতাল চত্বরে ওই কম্বল বিতরণ করা হয়।
এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারী ক্লাব অব ঢাকা নর্থ ওয়েষ্টের পাষ্ট প্রেসিডেন্ট রোটারিয়ান মো. আব্দুর রাজ্জাক ও রোটারিয়ান মো. আলমগীর হোসেন।
রোটারী ক্লাব অব সৈয়দপুর এর প্রেসিডেন্ট রোটারিয়ান মো. এমদাদুল হক বাবলু’র সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রোটারী ক্লাব অব সৈয়দপুর এর চার্টার প্রেসিডেন্ট ও কম্বল বিতরণ কমিটির চেয়ারম্যান বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন আলহাজ্ব ডা. মো. শরীফুল আলম চৌধুরী।
এ সময় অন্যান্যদের মধ্যে লায়ন্স ক্লাব অব সৈয়দপুর পাষ্ট প্রেসিডেন্ট রোটারিয়ান মমতাজ মিন্টু, ইলেক্ট প্রেসিডেন্ট রোটারিয়ান ডা. মো. দেলোয়ার হোসেন, সেক্রেটারি রোটারিয়ান মোবাশ্বের আলম প্রিন্স, রোটাঃ আলহাজ্ব মো. সালাহউদ্দিনসহ অন্যান্য রোটারিয়ানরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অতিথিরা অসহায়, দুস্থ ও গরীব মানুষের হাতে ৫ শ’ কম্বল তুলে দেন।

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি