প্রকাশিত : ৮ জানুয়ারী, ২০২২ ১৫:৫২

পঞ্চগড়ে অনুর্ধ-১৬ গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ে অনুর্ধ-১৬ গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

পঞ্চগড়ে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে অনুর্ধ-১৬ বালক বালিকাদের নিয়ে গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার কলিজিয়েট স্কুল অ্যান্ড কলেজ মাঠে ওই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মো. মজাহারুল হক প্রধান প্রতিযোগিতার উদ্বোধন ও পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা ক্রীড়া অফিসার গৌতম কুমার সরকার, স্কুলের প্রধান শিক্ষক তাহেরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহসভাপতি মুক্তিযোদ্ধা এটিএম সারোয়ার হোসেন ও পঞ্চগড় প্রেসকাবের সভাপতি সফিকুল আলম। এসময় স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রতিযোতিায় গ্রামীণ খেলা সাতচরা, ডাংগুলিসহ বালক ও বালিকাদের ১৭টি ইভেন্টে সদর উপজেলার ৮টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের চার শতাধিক শিক্ষাথী অংশ নেয়। শিক্ষকদের জন্য ছিল বলপাস প্রতিযোগিতা। 

প্রতিযোগিতার শুরুতে জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন করেন সংসদ সদস্য মো. মজাহারুল হক প্রধান ও ক্রীড়া পতাকা উত্তোলন করেন জেলা ক্রীড়া অফিসার গৌতম কুমার সরকার। পরে গ্রামীণ খেলা ডাংগুলি খেলে প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি। 

 

উপরে