বগুড়ায় গ্রামবাংলা সাংস্কৃতিক গোষ্ঠীর ৪র্থ বর্ষপূর্তিতে আলোচনা
বগুড়ায় গ্রামবাংলা সাংস্কৃতিক গোষ্ঠীর ৪র্থ বর্ষপূর্তি উৎসব উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক ও নাট্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার রাতে শহরের কলোনী প্রীতি প্রাইমারি স্কুল মাঠে গ্রামবাংলা মঞ্চে এ আয়োজন করা হয়।
সংগঠনের উপদেষ্টা দ্বীন মোহাম্মদ দিনুর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা শিল্পকলা একাডেমি বগুড়ার কালচারাল অফিসার মো. শাহাদৎ হোসেন। এসময় তিনি বলেন, সমাজ থেকে লোভ, হিংসা, অরাজকতা দূর করতে সুস্থ সংস্কৃতি চর্চার প্রসার ঘটিয়ে শুদ্ধ মননের বিকাশ ঘটানো সম্ভব।
বাঙালির রয়েছে ইতিহাসসমৃদ্ধ এক বিশাল সাংস্কৃতিক পরিমন্ডল। তবে অপসংস্কৃতির আগ্রাসনে আজ আমাদের নিজস্ব সংস্কৃতি হুমকির সম্মুখীন; যা আমাদের জন্য এক অস্তিত্বের সংকট। তাই আমাদের ঐতিহ্যবাহী বাঙালি সংস্কৃতিকে রক্ষা করতে হবে।
প্রত্যেক পরিবারের সন্তানদের সংস্কৃতি চর্চায় উদ্বুদ্ধ করার মাধ্যমেই গড়ে তুলতে হবে নিজেদের পরিমন্ডল।
তিনি আরো বলেন সংস্কৃতির চর্চা মানে গান, নাচ আবৃত্তি, অভিনয়, নাটক, সিনেমা নয়; প্রতিটি স্তরে শুদ্ধ বাংলাভাষার চর্চা করতে হবে। বাঙালি সংস্কৃতিকে সুস্থ সাংস্কৃতিক কর্মকান্ডের মাধ্যমে বিশ্বের দরবারে মর্যাদার স্থানে নিতে সবাইকে কাজ করতে হবে।
সংগঠনের পরিচালক আমিনুল হক আরজুর সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোট বগুড়ার সভাপতি তৌফিক হাসান ময়না।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বগুড় ইয়্যুথ কয়্যার ও লায়ন্স ক্লাব অব বগুড়া মহাস্থানের সভাপতি আতিকুর রহমান মিঠু, মন্ডল মার্কেটের স্বত্বাধিকারী এ্যাডভোকেট আব্দুল মতিন মন্ডল, খলিলুর রহমান চৌধুরী।
এসময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মতিয়ার রহমান, নাজদুল কাদির শিপন, নন্দন শিল্পী গোষ্ঠীর সধারণ সম্পাদক রনজু ইসলাম, গ্রামবাংলা সাংস্কৃতিক গোষ্ঠীর সহপরিচালক মামুনুর রশিদ মামুন প্রমুখ।
আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও মঞ্চ নাটক রক্তে মাখা পিরান পরিবেশন করা হয়।

প্রেস বিজ্ঞপ্তি