প্রকাশিত : ৯ জানুয়ারী, ২০২২ ২০:৪০

সৈয়দপুরে মরহুম লায়ন নজরুল ইসলামের স্মরন সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
সৈয়দপুরে মরহুম লায়ন নজরুল ইসলামের স্মরন সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

লায়ন্স ক্লাব অব সৈয়দপুরের মেম্বারশীপ চেয়ারপার্সন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি  ও সৈয়দপুর শহরের বিশিষ্ট শিল্পপতি মরহুম লায়ন নজরুল ইসলামের স্মরণে এক স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৯ জানুয়ারি) বিকেলে লায়ন্স ক্লাব অব সৈয়দপুর লায়ন্স স্কুল এন্ড কলেজ অডিটোরিয়ামে ওই অনুষ্ঠানের আয়োজন করে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাবস্ ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ এ ২ বাংলাদেশ এর জেলা গভর্ণর লায়ন মো. জালাল উদ্দিন আহেমদ এমজেএফ।

লায়ন্স ক্লাব অব সৈয়দপুর এর সভাপতি লায়ন প্রভাষক মো. সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে স্মরণ সভায়  আরো উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাবস্ ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ এ ২ বাংলাদেশ এর গ্লোবাল এরিয়া লিডার (জিএলটি) কো অর্ডিনেটর শংকর কুমার রায় মনা, চেয়ারপার্সন রিলিফ লায়ন শামনুন্নাহার, ট্রেজারার লায়ন মো. ফারুক রহমান ও রিজিয়ন চেয়ারপার্সন লায়ন মো. মাহমুদুল হাসান। 

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন লায়ন্স ক্লাবস্ ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ এ ২ বাংলাদেশ এর কো-অর্ডিনেটর নর্থবেঙ্গল লায়ন মো. এনামুল হক সোহেল, রিজিয়ন চেয়ারপার্সন (হেডকোয়ার্টার) সাংবাদিক লায়ন আমিনুল হক, রিজিয়ন চেয়ারপার্সন  (হেডকোয়ার্টার) ও লায়ন্স স্কুল এন্ড কলেজের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান লায়ন মো. রেয়াজুল আলম রাজ, রিজিয়ন চেয়ারপার্সন (হেড কোয়ার্টার) লায়ন সালেহ্ আহমেদ মঞ্জু ও লায়ন্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) লায়ন মো. শফিয়ার রহমান সরকার প্রমূখ।

লায়ন্স ক্লাবস্ ইন্টারন্যাশনাল জেলা ৩১৫এ ২ বাংলাদেশ রিজিয়ন চেয়ারপার্সন (ক্লাবস্) প্রভাষক লায়ন আব্দুল মান্নান পুরো স্মরণ সভাটি সঞ্চালনা করেন।

এর আগে এক সংক্ষিপ্ত দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন লায়ন্স স্কুল এন্ড কলেজের ধর্মীয় শিক্ষক কাজী একরামুল হক।

স্মরণ সভা ও দোয়া মাহফিলে লায়ন্স ক্লাব অব সৈয়দপুর এর সদস্য, লায়ন্স স্কুল এন্ড কলেজের সকল শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

স্মরণ সভায় বক্তারা মরহুম লায়ন নজরুল ইসলামের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, লায়ন নজরুল ইসলাম একজন দক্ষ লায়নিজম এবং  লায়ন্স ক্লাব অব সৈয়দপুর তথা  সৈয়দপুর লায়ন্স স্কুল ও কলেজের জন্য  ছিলেন নিবেদিত প্রাণ। বক্তারা সকলেই লায়ন্স ক্লাব অব সৈয়দপুর ও লায়ন্স স্কুল এন্ড কলেজ প্রতিষ্ঠায় তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ও অবদানের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন। এ সময় অনেক বক্তা নজরুল ইসলামকে নিয়ে কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে চোখের জলও ফেলেন। 

প্রসঙ্গত, লায়ন্স ক্লাব অব সৈয়দপুরের মেম্বারশীপ চেয়ারপার্সন,উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও সৈয়দপুর শহরের বিশিষ্ট শিল্পপতি মরহুম লায়ন নজরুল ইসলাম দূরারোধ্য ব্যধিতে আক্রান্ত হয়ে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২৭ ডিসেম্বর রাতে ইন্তেকাল করেন। 

 

উপরে