প্রকাশিত : ৯ জানুয়ারী, ২০২২ ২০:৪৫

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তণ দিবস উপলক্ষে বগুড়ায় বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন

ষ্টাফ রিপোর্টার
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তণ দিবস উপলক্ষে বগুড়ায় বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তণ দিবস উপলক্ষে ‘সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২২’ শিরোনামে বগুড়ায় আগামী ২৮শে জানুয়ারী জেলা পরিষদ মিলনায়তনে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা বগুড়া জেলা শাখার আয়োজনে শিক্ষার্থীদের দিনব্যাপী বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে যেখানে নার্সারী থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সকলে অংশগ্রহণ করতে পারবে।

রবিবার সন্ধ্যায় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা সভাপতি গৌতম কুমার দাস স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে উক্ত প্রতিযোগিতায় অংশগ্রহণের লক্ষ্যে সকলকে আগামী ১৮ থেকে ২৭শে জানুয়ারী প্রতিদিন বিকেল ৩টা থেকে ৬টার মধ্যে জেলা পরিষদ প্রাঙ্গণে নাম নিবন্ধনের আহ্বান জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিযোগিতায় নার্সারি শ্রেণী থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পর্যন্ত মোট ৫টি বিভাগ করা হয়েছে যেখানে পুরো প্রতিযোগিতা হবে বঙ্গবন্ধুকে ঘিরে। প্রতিযোগিতার বিষয়গুলো হচ্ছে- বঙ্গবন্ধুকে নিয়ে বিভাগ ভেদে পৃথক বিষয়ে রচনা প্রতিযোগিতা, চিত্রাংকন প্রতিযোগিতা, বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ প্রতিযোগিতা, বঙ্গবন্ধু কে নিয়ে গানের প্রতিযোগিতা এবং কবিতা আবৃত্তি প্রতিযোগিতা। প্রতিযোগিতার বিস্তারিত জানতে ০১৫৫৩-৮০৪২২০ হটলাইন নম্বরে যোগাযোগের আহ্বান জানানো হয়েছে আয়োজক সংগঠনের পক্ষে।

উপরে