প্রকাশিত : ১০ জানুয়ারী, ২০২২ ১৫:২২

বগুড়ায় নির্বাচনে সহিংসতা ও হত্যাকান্ডের নিরপেক্ষ তদন্তের দাবিতে মানববন্ধন

ষ্টাফ রিপোর্টার
বগুড়ায় নির্বাচনে সহিংসতা ও হত্যাকান্ডের নিরপেক্ষ তদন্তের দাবিতে মানববন্ধন

গত ৫ জানুয়ারী বগুড়ার গাবতলী উপজেলার ২টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতায়  ৫ জন নিহত হওয়ার ঘটনায় নিরপেক্ষ তদন্ত, দোষীদের বিচার এবং ক্ষতিপুরণের দাবিতে মানববন্ধন করেছে সুশাসনের জন্য নাগরিক কমিটি সুজন গাবতলী উপজেলা শাখা।  

আজ সোমবার দুপুরে শহরের সাতমাথায় সুজনের উদ্যোগে ঘন্টাব্যাপী এই মনববন্ধন কর্মসূচী পালন করা হয়। মনববন্ধন চলাকালে বক্তারা বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে এ ধরণের সহিংসতা ও হত্যাকান্ড মেনে নেওয়া যায়না। তারা আরো বলেন নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের বিচার করতে হবে। সেই সাথে ক্ষতিপুরণ দিতে হবে নিহতদের পরিবারকে। 

উপরে