প্রকাশিত : ১০ জানুয়ারী, ২০২২ ১৫:৩২

আদমদীঘিতে সাংবাদিকের কার্যলয়ে ও দোকানে চুরি

আদমদীঘি(বগুড়া) সংবাদদাতা
আদমদীঘিতে সাংবাদিকের কার্যলয়ে ও দোকানে চুরি

দৈনিক করতোয়া ও সমকাল পত্রিকার বগুড়ার আদমদীঘি উপজেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা হাফিজার রহমানের  কার্যলয়ে মেইনগেটের তালা কেটে ও রড সিমেন্টের দোকানের জানালার গ্রীল কেটে চুরির ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও চোরাই মাল উদ্ধার করতে পারেনি।

সাংবাদিক হাফিজার রহমান জানায়, বগুড়া-নওগাঁ মহাসড়ক ও উপজেলা গেট সংলগ্ন উপজেলা মসজিদ মার্কেটে সাংবাদিকতার কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন। প্রতিদিনের মতো গত ০৯ জানুয়ারী সন্ধায় পেশাগত দায়িত্ব পালন শেষে কার্যলয় বন্ধ করে বাড়ীতে চলে যায়। পরের দিন সোমবার সকালে কার্যলয়ে এসে দেখে মেইন দরজার তালা কাটা ভিতরে প্রবেশ করে দেখতে পায় তার সাংবাদিকতা পেশার কাজে ব্যবহৃত ৫০ হজার টাকা মুল্যের একটি কম্পিওটার ও ডিজিটাল ক্যামেরা চুরি হয়ে গেছে। অপরদিকে মেইনরোড সংলগ্ন  সিদ্দিকুর রহমান রড ও সিমেন্টের দোকানে ব্যবসা পরিচালনা করে আসছিলো। একই রাতে চোরেরা রড সিমেন্টের দোকানের জানালার গ্রীল কেটে ক্যাশ ড্রয়ারের তালা ভেঙ্গে নগদ ৮ শত টাকা চুরি করে নিয়ে যায়। সাংবাদিকের কার্যলয়ে এধরনের চুরির খবর এলাকায় ছড়িয়ে পড়লে অতংক বিরাজ করছে স্থানীয়দের মাঝে। ওসি জালাল উদ্দীন বলেন, চুরির ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। চোরাই মালামাল উদ্ধারের তৎপরতা চালানো হচ্ছে।

 

উপরে