প্রকাশিত : ১১ জানুয়ারী, ২০২২ ২২:৩৪

বগুড়ার শেরপুরে শীতার্ত মানুষের মাঝে বসুন্ধরা গ্রুপের কম্বল বিতরণ

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শেরপুরে শীতার্ত মানুষের মাঝে বসুন্ধরা গ্রুপের কম্বল বিতরণ

বগুড়ার শেরপুরে দেশের প্রথমসারির শিল্পপ্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলার সাধুবাড়ী সালেহা পাবলিক স্কুল এন্ড কলেজ প্রাঙণে কালেরকণ্ঠ শুভসংঘের আয়োজনে এই বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শুভসংঘের স্থানীয় উপজেলা কমিটির সভাপতি অধ্যক্ষ আব্দুল হাই বারীর সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের জাতীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦ হাবিবর রহমান। তিনি তার বক্তৃতায় বলেন, দেশের প্রথম সারির শিল্পপ্রতিষ্ঠানের নাম বসুন্ধরা গ্রুপ। ব্যবসা-বাণিজ্যে সফল ওই প্রতিষ্ঠানটি অতীতের ন্যায় এবারো দেশব্যাপি দরিদ্র অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। শীতে কষ্টে থাকা মানুষদের পাশে থেকে অসংখ্য কম্বল দিয়ে যাচ্ছেন। এটিও প্রশংসার দাবি রাখে। করোনাকালেও অসহায় মানুষের দাঁড়িয়ে বসুন্ধরা গ্রুপ নজির সৃষ্টি করেছিলো উল্লেখ করে এমপি হাবিবর রহমান বলেন, তাদের মতো সমাজের সব বিত্তবানদের এগিয়ে আসা উচিত। বসুন্ধরা গ্রুপ এভাবে সবসময় মানুষের পাশে থাকবে বলে আশাবাত ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ময়নুল ইসলাম, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মো. রায়হান, শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম।

শুভসংঘ বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক শিশির মোস্তাফিজের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কালেরকণ্ঠ শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শামিম ইফতেখার শামিম, শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আকরাম হোসাইন, কালেরকন্ঠের শেরপুর উপজেলা প্রতিনিধি আইয়ুব আলী, শুভসংঘের উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আব্দুল কাদের মজনু, সহ-সভাপতি শাহনাজ পারভীন, সালেহা পাবলিক স্কুল এন্ড কলেজের পরিচালক মো. রফিকুল ইসলাম, সমাজসেবক আব্দুস সাত্তার সামেদ, পিএস কোরবান আলী মিলন, আ.লীগ নেতা রফিকুল ইসলাম চাঁন।

এছাড়া কম্বল বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শুভসংঘের উপজেলা কমিটির উপদেষ্টা ডা. আখতারুল আলম আজাদ, সদস্য আব্দুল আলীম, প্রভাষক আব্দুল মান্নান, মোস্তাফিজুর রহমান মন্টু, গোলাম রব্বানী, ডা. সারোয়ার হোসেন, সুমন মিয়া প্রমূখ। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার হতদরিদ্র দুইশতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

 

উপরে