নন্দীগ্রামে ভাটরা ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন
বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে কুমিড়া পন্ডিতপুকুর স্কুল মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোরশেদুল বারীর সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম রফিক।
প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুর রহমান দুলু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রানা। বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা শফি উদ্দিন, মহসিন আলী, মুক্তারিন সরকার, তীর্থ সলিল রুদ্র, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুকুল হোসেন, স্বেচ্ছা সেবকলীগের সাধারণ সম্পাদক কামরুল হাসান সবুজ, শ্রমিক লীগের আহবায়ক এনামুল হক, যুগ্ম সম্পাদক সানোয়ার হোসেন মিলন, ছাত্রলীগের সভাপতি তুহিন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আবু তৌহিদ রাজীব প্রমূখ। সম্মেলনে কাউন্সিলরদের সর্বসম্মতিক্রমে পূনরায় মোরশেদুল বারীকে সভাপতি ও মিজানুর রহমান মাসুমকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি :