প্রকাশিত : ১২ জানুয়ারী, ২০২২ ১৬:১৩

হাকিমপুরে শিক্ষার্থীদের করোনার টিকা দেওয়া শুরু

মোসলেম উদ্দিন, দিনাজপুর প্রতিনিধিঃ
হাকিমপুরে শিক্ষার্থীদের করোনার টিকা দেওয়া শুরু
দিনাজপুরের হাকিমপুরে (হিলি) স্কুল ও কলেজের শিক্ষার্থীদের মাঝে করোনার টিকা দেওয়া শুরু হয়েছে। ১২ থেকে ১৭ বছর বয়সের শিক্ষার্থীদের শরীরে এই টিকা দেওয়া হচ্ছে। 
 
বুধবার (১২ জানুয়ারি) সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুন উর রশীদ।
 
 এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ আলম ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শ্যামল কুমার দাস।

এছাড়া হাকিমপুর পৌরসভা ও হিলি স্থলবন্দর আমদানি-রফতানিকারক গ্রুপের কার্যালয়ে পৃথক পৃথক বুথে এই কার্যক্রমও শুরু করা হয়। সকাল থেকেই বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা লাইনে দাড়িয়ে টিকা গ্রহন করছে। তবে টিকা নিতে অনেককেই স্বাস্থ্যবিধি মানতে দেখা যায়নি।
 
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শ্যামল কুমার দাস জানান, উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজের সাড়ে ৮ হাজার শিক্ষার্থীর মধ্যে প্রথম পর্যায়ে ৪ হাজার ৮শ শিক্ষার্থীকে বুধবার ও বৃহস্পতিবার এই দুইদিন ফাইজারের টিকা প্রদান করা হবে।
 
উপরে