প্রকাশিত : ১২ জানুয়ারী, ২০২২ ২২:২৩

পঞ্চগড়ে দাবা টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সাফওয়ান

পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ে দাবা টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সাফওয়ান

পঞ্চগড়ে ভাষা সৈনিক আব্দুল কাদির দাবা টুর্নামেন্টে এএসএম সাফওয়ান চ্যাম্পিয়ন ও মনতাজ আলম রানার আপ হয়েছে। পঞ্চগড় জেলা দাবা অ্যাসোসিয়েশন আয়োজিত টুর্নামেন্টের ফাইনাল খেলা মঙ্গলবার রাতে পঞ্চগড় শহরের বিজনেস মিডিয়া চত্বরে অনুষ্ঠিত হয়।

খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট। অ্যাসোসিয়েশনের সভাপতি প্রবীর কুমার সরকারের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় পৌরসভার মেয়র জাকিয়া খাতুন, ভাষা সৈনিক আব্দুল কাদির স্মৃতি সংসদের উপদেষ্টা অ্যাডভোকেট মির্জা নাজমুল ইসলাম কাজল, আরিফুল ইসলাম পল্লব ও ভাষা সৈনিক আব্দুল কাদিরের বড় মেয়ে মাহাবুবা সেলিনা আখতার জাহান। টুর্নামেন্টে জেলার পাঁচটি উপজেলার ৭২ জন দাবাড়ু অংশ নেয়। গত ২৮ ডিসেম্বর টুর্নামেন্ট শুরু হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানের পর বসে বাউল গানের আসর। যা চলে গভীর রাত পর্যন্ত। সমগ্র টূর্ণামেন্ট ও অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন কুদরত-ই খুদা মুন। 

 

উপরে