প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০২২ ২২:৩০

সৈয়দপুরে ৩টি শিক্ষা প্রতিষ্ঠানকে ৫১টি ল্যাপটপ প্রদান

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
সৈয়দপুরে ৩টি শিক্ষা প্রতিষ্ঠানকে ৫১টি ল্যাপটপ প্রদান

শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপনের লক্ষ্যে নীলফামারীর সৈয়দপুরের শহরের তিনটি শিক্ষা প্রতিষ্ঠানকে ৫১টি ল্যাপটপ প্রদান করা হয়েছে। সরকারের তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্পের আওতায় সৈয়দপুর উপজেলা পোস্ট অফিসের মাধ্যমে ওই ল্যাপটপগুলো হস্তান্তর করা হয়।

সর্বশেষ রোববার (১৬ জানুয়ারী) সকালে শহরের ঐতিহ্যবাহী ও প্রাচীনতম সৈয়দপুর সরকারি কলেজ কর্তৃপক্ষের কাছে ১৭ টি ল্যাপটপ হস্তান্তর করা হয়েছে।

এর আগে গত ১২ জানুয়ারি সৈয়দপুর আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজকে ১৭টি ল্যাপটপ প্রদান করা হয়। সৈয়দপুর উপজেলা ডাকঘরের পোষ্ট মাষ্টার মো. শামসুজ্জোহা’র হাত থেকে এ সব ল্যাপটপ গ্রহন করেন শিক্ষা প্রতিষ্ঠানটির পক্ষে সহকারি শিক্ষক (ইসলাম ধর্ম) মো. আমজাদ হোসেন ও সহকারি শিক্ষক আব্দুল খালেক। এ সময় সৈয়দপুর উপজেলা পোস্ট অফিসের পোস্টাল অপারেটর মো. আব্দুল কুদ্দুস্ সরকারসহ অন্যান্য উপস্থিত ছিলেন।

এছাড়াও এর আগে একই প্রকল্পের আওতায় শহরের সৈয়দপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়কেও ১৭টি ল্যাপটপ হস্তান্তর করা হয়। 
  এ নিয়ে গত তিন দিনে নীলফামারীর সৈয়দপুর শহরের তিনটি শিক্ষা প্রতিষ্ঠানকে সর্বমোট ৫১টি ল্যাপটপ হস্তান্তর করা হয়েছে।

 

উপরে