শিবগঞ্জে ৩টি চোরাই গরু উদ্ধার আটক ২
বগুড়ার শিবগঞ্জ থানা পুুঁলিশ গোপন সংবাদেরর ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে চোরাইকৃত ৩টি গরু উদ্ধার করেছে। গরু চুরির সঙ্গে জড়িত থাকার অপরাধে ২ চোরকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নের হলুদবাড়ী গ্রামের কোরামত মন্ডল ও সাজু মিয়ার গোয়াল ঘর থেকে গত ৩দিন পূর্বে ৩টি গরু সংঘবদ্ধ চোরের দল চুুরি করে নিয়ে যায়।
এ ঘটনায় শিমবগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে পুলিশ বিভিন্ন জায়গায় অভিয্ান পরিচালনা করে।
শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম বলেন,অভিযানের এক পর্যায়ে গত শনিবার গভীর রাতে ময়দানহাট্টা ইউনিয়নের চবন্দ্রহাটা গ্রাম থেকে চুরি যাওয়া গরু ৩টি উদ্ধার করে চুরির সঙ্গে জরিত থাকার অভিযোগে ইউসুফ আলী (৪৫),ও খোকা মন্ডল (৩৫), কে গ্রেফতার করে জেল হাজুতে পেরণ করা হয়েছে।

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ