প্রকাশিত : ১৮ জানুয়ারী, ২০২২ ১৯:৫৯

সাপাহারে সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা বাস্তবায়নে কর্মশালা অনুষ্ঠিত

সাপাহার ( নওগাঁ ) প্রতিনিধিঃ-
সাপাহারে সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা বাস্তবায়নে কর্মশালা অনুষ্ঠিত

সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা বাস্তবায়নে বাংলাদেশ পানি বিধিমালা২০১৮ কার্যকরণ শীর্ষক কারিগরি সহায়তা প্রকল্পের আওতায় প্রনিত অংশগ্রহণ মূলক গ্রামীণ মূল্যায়ন এর খসড়া রিপোর্টের উপর এক দিন ব্যাপী মতবিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ৯ টার সময় পানি সম্পদ পরিকল্পনা সংস্থা (PRA) আয়োজিত উপজেলা হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহি অফিসার আব্দুল্যাহ আল মামুন এর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি সম্পদ পরিকল্পনা সংস্থার মহাপরিচালক ও অতিঃ সচিব মোঃ দেলোয়ার হোসেন।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পানি সম্পদ পরিকল্পনা সংস্থার পরিচালক আলমগীর হোসেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন মন্ডল, ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ ও নারগিস সরকার। এ সময় পানি সম্পদ পরিকল্পনা সংস্থার অন্যান্য কর্মকর্তা ও সাভার উপজেলা পর্যায়ের বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারী ইউপি চেয়ারম্যানগন ও ইউপি সচিব উপস্থিত ছিলেন।

উপরে