শাজাহানপুরে এসএম কামাল হোসেন রোগ মুক্তি করোনায় দোয়া
বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা এসএম কামাল হোসেন করোনায় আক্রান্ত। তার রোগমুক্তি কামনায় বগুড়ার শাজাহানপুর উপজেলা পরিষদের উদ্যোগে দোয়া মাহফিল করা করেছে।
বুধবার বাদ যোহর মহিউস সুন্নাহ দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানা শিক্ষার্থীদের নিয়ে বিশেষ মোনাজাত করা হয়।
রোগমুক্তি কামনা করে দোয়া ও মোনাজাতে অংশ গ্রহন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য প্রভাষক সোহরাব হোসেন ছান্নু,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ভিপি এম সুলতান আহম্মেদ,উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান লিটন,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ইমাম হোসেন,উপজেলা পরিষদের জামে মসজিদের ইমাম আব্দুল লতিফ,মাওঃ আব্দুল মালেক,মাওঃ হানজাজাল,বোরহান উদ্দিন সহ মাদ্রাসার শিক্ষার্থীগণ।
দোয়া মোনাজাত করোনা আক্রান্ত বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা এসএম কামাল হোসেন,উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বাদশা আলমগীর সুস্থতা কামনায় করে দোয়া মোনাজাত করেন মাওঃ আব্দুল সালাম।

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি :