সৈয়দপুর পৌরসভার সাবেক কাউন্সিলর আল মামুন সরকারের ইন্তেকাল
নীলফামারীর সৈয়দপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আল -মামুন সরকার হৃদরোগে আক্রান্ত হয়ে বুধবার ভোরে শহরের বাঙ্গালীপুর নিজপাড়াস্থ সবুজ সংঘ মাঠ সংলগ্ন নিজ বাসভাবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি . . . রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫০ বছর। তিনি স্ত্রী, এক মেয়ে, এক ছেলে, দুই ভাই ও দুই বোনসহ অসংখ্যক আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও বহু গুনগ্রাহী রেখে গেছেন।
বুধবার বাদ জোহর তাঁর গ্রামের বাড়ি উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের হাজারীহাট খিয়ারপাড়ায় প্রথম জানাজার নামাজ এবং বাদ আছর সৈয়দপুর শহরের দারুল উলুম মাদরাসা মাঠে দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। তাঁর জানাজার নামাজে সর্বস্তরের বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। পরে মরহুমকে শহরের হাতীখানা কবরস্থানে দাফেন করা হয়।
তাঁর মৃত্যুতে সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোখছেদুল মোমিন, ভাইস চেয়ারম্যান আজমল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. সানজিদা বেগম লাকী, সৈয়দপুর পৌরসভার মেয়র রাফিকা আকতার জাহান, নীলফামারী জেলা পরিষদ সদস্য আলহাজ্ব মো. আব্দুল গফুর সরকার ও শামীম চৌধুরী, পৌরসভার প্যানেল মেয়র-১ মো. শাহিন হোসেন, প্যানেল মেয়র-২ আবুল কাশেম সরকার দুলু, ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. শাহীন আকতার শাহীন, ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর বেলাল আহমেদসহ সকল কাউন্সিলর ও কর্মকর্তা কর্মচারী, খাতামধুপুর ইউনিয়ন চেয়ারম্যান মো. জুয়েল চৌধুরী, নবনির্বাচিত চেয়ারম্যান মাসুদ রানা বাবু (পাইলট),কাশিরাম বেলপুকুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান লানছু হাসান চৌধুরী, হাজারীহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ লুৎফর রহমান চৌধুরী, সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. মোখলেছুর রহমান জুয়েল, সৈয়দপুর আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান হাবির শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

\সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি